এই মুহূর্তে




নভেম্বর মাসে আসছে OnePlus থেকে OPPO, iQOO, Realme স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি : উৎসবের মাসে স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে একাধিক ছাড় মিলেছে। নভেম্বর মাসও স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে স্মার্টফোন সংস্থাগুলো আলাদা আলাদা মিড রেঞ্জে ফোন আনতে চলেছে বাজারে। তার মধ্যে রয়েছে ওয়ান প্লাস, আই কিউ, রিয়েলমি, ওপ্পো।

জানা গিয়েছে oneplus 15 নভেম্বর মাসেই বাজারে আসতে চলেছে। ইতিমধ্যে অ্যামাজনে তার লাইভ শুরু হয়ে গেছে। এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চিLTPO AMOLED ডিসপ্লে, snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং ১২০ ওয়ার্ড ফাস্ট চার্জিং সহ ৭৩০০ মেগাহার্জ ব্যাটারি। থাকবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। ভারতে ১৩ নভেম্বর আসতে পারে ফোনটি।

OPPO বাজারে আনছে OPPO Find X9 Series। অক্টোবরে এটি চিনে এসেছে। এবার ভারতেও আসতে চলেছে ফোনটি। ভারতে এটি Find X9 এবং Find X9 pro লঞ্চ হতে পারে। এই দুটি ফোনেই MediaTek Dimensity 9500 চিপসেট থাকবে। এটি AI সাপোর্ট সহ ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

বাজারে আসতে চলেছে Realme GT 8 Pro। এই  স্মার্টফোনে Ricoh GR Optics সহ ক্যামেরা সেটআাপ থাকবে। এই ফোনে থাকবে Snapdragon 8 Elite Gen 5 Chip সহ HyperVision AI chip থাকতে পারে। 7000mAh ব্যাটারি সহ 6.9 ইঞ্চির ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

চলতি মাসে বাজারে আসছে iQOO 15।এই ফোনে থাকবে 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং। পাশাপাশি এই ফোনে Snapdrgon 8 Elite Gen 5 প্রসেসর পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এতে ডেডিকেটেড Q3 গেমিং চিপ পাওয়া যাবে। আইকিউ 15 তে OriginOS 6 থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

বাজারে এল Motorola Edge 70, স্লিম ডিজাইনের সঙ্গে শক্তিশালী Snapdragon 7 Gen 4 চিপসেট!

প্রতিদিন 2.5GB ডেটা, ৩০ দিনের ভ্যালিডিটি, তাও মাত্র ২২৫ টাকায় সাথে ফ্রি আনলিমিটেড কল! দিচ্ছে কে?

খবরের দুনিয়ায় AI-এর ম্যাজিক! ওয়ানইন্ডিয়ার ‘ওয়াইজ’ প্ল্যাটফর্ম আনছে আঞ্চলিক খবরের নতুন বিপ্লব

মুম্বইয়ের ১৩ বছরের পুরনো দুটি ফ্ল্যাট বেচে কোটি কোটি টাকা লাভ করলেন বিগ বি

7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ