এই মুহূর্তে




অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

নিজস্ব প্রতিনিধি: অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগ থাকার জন্য জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজকে জিজ্ঞাসাবাদ করল তেলঙ্গানা সিআইডির আধিকারিকরা। আজ বুধবার (১২ নভেম্বর) বর্ষীয়ান অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য হায়দরাবাদে ডেকে পাঠিয়েছেল তেলঙ্গানা সিআইডি। সেই তলবে সাড়া দিয়ে সিআইডি আধিকারিকদের সামনে উপস্থিত হন তিনি। প্রায় ঘন্টাখানেক ধরে চলে জেরা। যদিও জেরা শেষে সিআইডি ভবন থেকে বেরনোর সময়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি প্রকাশ রাজ।

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তেলগু-সহ দক্ষিণী ছবির একাধিক তারকার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে হায়দরাবাদ সিআইডি। প্রথমে পুলিশের তরফেই তদন্ত করা হচ্ছিল। কিন্তু হাই-প্রোফাইল ব্যক্তিদের নাম জড়ানোয় তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয় অপরাধ অনুসন্ধান বিভাগের হাতে। দায়িত্ব পাওয়ার পরেই বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ সহ দক্ষিণী ছবির একাধিক অভিনেতা-অভিনেত্রীকে জেরার জন্য সমন পাঠানো হয়। ওই সমনে সাড়া দিয়ে কয়েকদিন আগেই সিআইডির জেরার মুখোমুখি হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা।

তদন্তের স্বার্থে এদিন ডেকে পাঠানো হয়েছিল দক্ষিণের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজকে। সূত্রের খবর, তদন্তকারীরা প্রায় ঘন্টাখানেক ধরে জেরা করেন বর্ষীয়ান অভিনেতাকে। কোন-কোন অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে তার যোগ রয়েছে, ওই সংস্থাগুলি থেকে কত টাকা পেয়েছেন সে সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশ রাজকে।

প্রসঙ্গত অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন তারকা শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে ইতিমধ্যেই জেরা করেছে ইডি। দুজনের ১১ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গিরিডিতে সাইবার জালিয়াতি চক্র উন্মোচিত, জামতারা থেকে পুলিশের হাতে মাস্টারমাইন্ড সহ পাঁচ

‘ভারত-আফগানিস্তানের সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে প্রস্তুত পাকিস্তান’, হাস্যকর দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

চিন সীমান্তে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন ভারতের, নেপথ্যে কোন পরিকল্পনা?

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ