এই মুহূর্তে




ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ডেঙ্গুর বলি এক।মৃত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের লাঙভাঙড়ের লাঙল পোতারল পোতার বাসিন্দা ।১০ তারিখ বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি হয়েছিলেন ।বুধবার দুপুরে তার মৃত্যু হয়। ৬০ বছর বয়সী মাজেদা বিবি(Majeda Bibi)। লাঙলপোতার এই মহিলা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। বুধবার সন্ধ্যায় তার মৃতদেহ হাসপাতাল থেকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। সোমবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলছিল কিন্তু বুধবার সকাল থেকে শারীরিক পরিস্থিতির অবনতি হয়।

অবশেষে বুধবার দুপুরের পর তার মৃত্যু হয়।কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ১০১৭, গত সপ্তাহে তা ছিল ৯৩২ ৷ এই এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৫টি । অতীতে এর থেকে বেশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল । তবে অতীতের সঙ্গে চলতি বছরে বৃদ্ধির হার মেলালে এটা অনেকটাই কম । ২০২৪ সালে সংখ্যাটা ছিল খুবই কম,৭৯১ ৷ সেটা ছেড়ে দিলে ২০২৩ সালে এই সময় ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ছিল ১১৪৪১। তার ১০শতাংশ রয়েছে এই বছর । এটাই ডেঙ্গু(Dengu) হওয়ার ভরা মরশুম ।

এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে । কলকাতা পুরসভার মেয়র নাগরিকদের সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন। তার দাবি কলকাতা নাগরিকরা যেদিন ১০০% সচেতন হবে ডেঙ্গু পুরোপুরি রোখা সম্ভব হবে।ডেঙ্গু দমনে তাই লাগাতার প্রচার চলছে। এলাকায় এলাকায় টাঙানো হয়েছে পোস্টার ও ব্যানার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ