এই মুহূর্তে




আধার ও ভোটার কার্ড জাল করে অন্যকে বাবা-মা সাজিয়ে SIR ফর্ম পূরণ ,অভিযোগ বিডিওর কাছে

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: জীবিত বাবা-মা থাকতে নকল বাবা মা সাজিয়ে নথিপত্র তৈরি করে এসআইআর ফর্ম ফিলাপ। অকপটে স্বীকার অভিযুক্তের।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ভারত – বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর শিবাটী গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের ঘটনা। একই গ্রামের মহাদেব মণ্ডল তার স্ত্রী নীলিমা মণ্ডলকে তাদের তথ্য চুরি করে অজান্তে বাবা – মা সাজিয়ে রাজু মন্ডল একদিকে ভোটার ,আধার কার্ড তৈরি করেছে। অন্যদিকে, এসআইআর ফর্ম ফিলাপ করেছেন। এই ঘটনা জানাজানি হতে মহাদেব মণ্ডল(Mahadeb Mandal) জানতে পারেন যে তার ছেলে মেয়ে আছে তা সত্ত্বেও আরো এক নকল ছেলে অজান্তে নথিতে নাম তুলেছে। কিন্তু সেগুলো সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা। প্রথমে তিনি বুথের বিএলও(BLO) বাপি মণ্ডলকে লিখিতভাবে আবেদন করেন।

তারপর বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও’র(BDO) কাছে লিখিত আবেদন জানিয়েছেন। যে আমাদের নাম ব্যবহার করে এলাকারই এক যুবক সে এখানকার জামাই রাজু মণ্ডল ,দীর্ঘ ১৭ বছর ধরে এখানে রয়েছেন। বেশ কয়েকবার ভোট দিয়েছেন। তার শ্বশুর মধুসূদন মণ্ডল বেশ কিছু বছর আগে মারা গেছেন ।শাশুড়ি ভারতী মন্ডল(Bharati Mandal) এখন জীবিত। স্ত্রী পাপিয়া মণ্ডলকে নিয়ে রাজু মণ্ডল শ্বশুর বাড়িতেই থাকেন। অভিযুক্ত স্বীকার করেছেন তার বাড়ি মুর্শিদাবাদ জেলায় ।তার বাবা-মা জীবিত সেখানে। তিনি আর যান না। প্রশ্ন হচ্ছে তার নিজের বাবা-মা থাকা সত্ত্বেও কি করে অন্যকে বাবা-মা সাজিয়ে নকল নথি তৈরি করল সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

অকপটে স্বীকার করেছে রাজু তিনি নকল বাবা-মা সাজিয়ে ভোটার ,আধার কার্ড এর নথি দিয়ে এসআইআর ফর্ম ফিলাপ করেছেন। সেই কথা তার স্ত্রী পাপিয়া মণ্ডল স্বীকার করেছেন।তিনি দাবি করেছেন তার শ্বশুর শাশুড়ি স্বামীকে তেজ্য পুত্র করে দিয়েছেন ।যেহেতু আমরা ভালবাসা করে বিয়ে করেছিলাম তাই সেখান থেকে রাজু শ্বশুরবাড়িতেই বাসস্থান । পাশাপাশি কর্মস্থল। তাই এখানে থাকেন। ইতিমধ্যে যাকে বাবা সাজিয়েছেন সেই মহাদেব মণ্ডল তিনি প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তার নাম যেন কেটে দেওয়া হয়। তদন্ত শুরু করেছে স্থানীয় ব্লক প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়ায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক

হাবড়াতে বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে নিয়ে এসে গ্রেফতার যুবক

হুমায়ুনের ‘বাবরি মসজিদ’ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লা

‘‌উন্নয়নের পাঁচালি’‌ দিয়ে মুখ্যমন্ত্রী গড়ে দিলেন ১০ পর্যবেক্ষকের বাহিনী, নেপথ্য কারণ কী?‌

৩ দিনের জেলা সফরে বহরমপুর পৌঁছলেন মমতা, বুধবার গাজোলে সভা

১৩ বছরের মেয়েকে কাঁদিয়ে মা পালালেন প্রেমিকের সঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ