এই মুহূর্তে




হাওড়ায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক

নিজস্ব প্রতিনিধি,ব্যাটরা: হাওড়ায় বন্ধুদের সঙ্গে বল ভেবে খেলার সময় বোমা ফেটে জখম এক বালক। আবার নিশানা এক নিষ্পাপ বালক। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফেটে গেলে তাতে প্রাণ গেছে কোন শিশুর আবার অঙ্গহানির ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনা মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় আমবাগান থেকে শুরু করে নির্জন পরিতক্ত স্থানে একাধিকবার বোমা খুঁজে পেয়েছে পুলিশ। কখনো গঙ্গার ঘাটে কখনো বা নির্জন স্থানে অথবা জনবহুল এলাকায় সমাজ বিরোধীদের হাতে তৈরি বোমা খুঁজে পায় শিশুরা। নিষ্পাপ শিশু মনগুলি বুঝে উঠতে পারে না তাতে ভরা রয়েছে বিস্ফোরক। সরল মনে তারা গোলাকার বস্তু দেখে বল ভেবে লোফা লুফি করতে শুরু করে।

মঙ্গলবার দুপুরে হাওড়ার ১০ নম্বর বোধন মিস্ত্রি লেনের ঘটনা। একটি বোমাকে বল ভেবে কয়েকজন বালক নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত হয় এক বালক। গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন সে। তার হাতে ও চোখে আঘাত লেগেছে।বাড়ির সামনেই খেলা করছিল ওই বালক। আহত বালকের মা জানান, হঠাৎ প্রচন্ড শব্দে বাড়ি থেকে বেরিয়ে দেখেন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তাঁর ছেলে।

তৎক্ষণাৎ এলাকার মানুষ তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে ব্যাটরা থানার(Battra P.S.) পুলিশ তদন্তে যায়। কোথা থেকে এলো এই বোমা তা জানতে পুলিশ তদন্ত করছে। ওই বালকের সঙ্গে থাকা অন্যান্য বালকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু হাওড়ার সাধারণ মানুষের একটাই দাবি কবে বন্ধ হবে সমাজ বিরোধীদের এই বোমা খেলা। যাতে আর কোন নিষ্পাপ প্রাণকে টার্গেট হতে হবে না। উত্তরের অপেক্ষায় আমজনতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাবড়াতে বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে নিয়ে এসে গ্রেফতার যুবক

আধার ও ভোটার কার্ড জাল করে অন্যকে বাবা-মা সাজিয়ে SIR ফর্ম পূরণ ,অভিযোগ বিডিওর কাছে

হুমায়ুনের ‘বাবরি মসজিদ’ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লা

‘‌উন্নয়নের পাঁচালি’‌ দিয়ে মুখ্যমন্ত্রী গড়ে দিলেন ১০ পর্যবেক্ষকের বাহিনী, নেপথ্য কারণ কী?‌

৩ দিনের জেলা সফরে বহরমপুর পৌঁছলেন মমতা, বুধবার গাজোলে সভা

১৩ বছরের মেয়েকে কাঁদিয়ে মা পালালেন প্রেমিকের সঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ