এই মুহূর্তে




মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

ইন্দ্রজি‍ৎ রায়: স্মার্টফোনের বাজারে আজ আক্ষরিক অর্থেই এক নতুন ঝড় উঠল! মোবাইল ফটোগ্রাফিকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে ভারতে লঞ্চ হয়ে গেল Vivo-র বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ সিরিজ— Vivo X300 এবং Vivo X300 Pro। শুরু হয়েছে এই ফোনগুলোর বিক্রি। তবে সবচেয়ে বড় চমকটা কিন্তু ফোনের স্পেসিফিকেশনে নয়, লুকিয়ে আছে এর অফারে। পকেটে একগাদা টাকা না থাকলেও চিন্তা নেই, কারণ মাত্র Rs. 3167 মাসিক কিস্তিতেই (EMI) আপনি ঘরে আনতে পারেন এই প্রিমিয়াম ফোনটি।

আকাশছোঁয়া দাম? একদমই নয়!

সাধারণত ফ্ল্যাগশিপ ফোন মানেই লাখ টাকার ধাক্কা। কিন্তু Vivo এবার সেই ধারণা বদলে দিয়েছে। সাধ্যের মধ্যে সাধ পূরণের জন্য Vivo X300 সিরিজের দাম রাখা হয়েছে বেশ প্রতিযোগিতামূলক।

  • Vivo X300: এর বেস ভ্যারিয়েন্ট (12GB RAM + 256GB Storage) পাওয়া যাচ্ছে Rs. 75,999 টাকায়। আপনার যদি আরও বেশি স্টোরেজ লাগে, তবে 512GB স্টোরেজের দুটি অপশন আছে— 12GB RAM সহ দাম Rs. 81,999 এবং 16GB RAM সহ দাম Rs. 85,999। কালার অপশনগুলোও দুর্দান্ত— Summit Red, Mist Blue, এবং Elite Black
  • Vivo X300 Pro: যারা একদম সেরাটা চান, তাদের জন্য রয়েছে প্রো মডেল। এর একটিই ভ্যারিয়েন্ট (16GB RAM + 512GB Storage) যার দাম Rs. 1,09,999। এটি পাওয়া যাবে Elite Black এবং Dune Gold রঙে।

ক্যামেরাই যখন আসল হিরো

ফটোগ্রাফি লাভারদের জন্য এই ফোনটি সত্যি স্বপ্নের মতো। পেছনের ক্যামেরায় থাকছে 200 Megapixel সেন্সর!

  • Vivo X300: এতে আছে 200MP প্রাইমারি ক্যামেরা, সাথে 50MP50MP-এর ট্রিপল ক্যামেরা সেটআপ।
  • Vivo X300 Pro: প্রো মডেলে খেলাটা আরও জমে গিয়েছে। এতে রয়েছে 50MP মেইন সেন্সর, 200MP টেলিফটো লেন্স (এক্সটেন্ডার লেন্স সহ) এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স। অর্থাৎ, দূরের ছবি জুম করে তুললেও ফাটবে না, একদম DSLR-এর মতো ডিটেইলস পাওয়া যাবে।
  • সেলফি প্রেমীদের জন্য দুটি ফোনেই সামনে থাকছে 50MP ক্যামেরা।

পারফরম্যান্স ও ব্যাটারির কম্বিনেশন

লুকস আর ক্যামেরা তো হলো, কিন্তু গেম খেললে কি ফোন গরম হবে? একদমই না। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে শক্তিশালী MediaTek Dymensity 9500 প্রসেসর। মাল্টিটাস্কিং হোক বা ভারী গেমিং, মাখনের মতো চলবে ফোন।

  • ডিসপ্লে: Vivo X300-এ আছে 6.31 inch AMOLED ডিসপ্লে, আর Vivo X300 Pro-তে 6.78 inch AMOLED ডিসপ্লে। ভিডিও হবে আরও ঝকঝকে।
  • ব্যাটারি: দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য Vivo X300-এ আছে 6040mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং। আর Vivo X300 Pro-তে রয়েছে আরও বড় 6510mAh ব্যাটারি।
  • সবচেয়ে বড় কথা, প্রো মডেলটি চলবে লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে, যা ফোনটিকে পুরোপুরি ‘ফিউচার-প্রুফ’ করে তুলেছে।

অফারের বন্যা:

Flipkart, Amazon, Vivo-র অফিসিয়াল স্টোর এবং আপনার নিকটবর্তী অফলাইন দোকানগুলোতে ফোনটি পাওয়া যাচ্ছে। অফারগুলো শুনলে আপনি চমকে যাবেন:

  • Zero Down Payment: পকেট থেকে এক টাকাও না দিয়ে No-Cost EMI-তে ফোনটি কেনা যাবে। মাসিক কিস্তি শুরু মাত্র Rs. 3167 থেকে।
  • Bank Offer: SBI, HDFC, Kotak, IDFC First এবং Yes Bank-এর কার্ড ব্যবহার করলে পাবেন ফ্ল্যাট 10% Cashback
  • পুরনো ফোন এক্সচেঞ্জ করলে মিলবে আরও অতিরিক্ত ছাড়।

তাই আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যার ডিজাইন প্রিমিয়াম, ব্যাটারি ফুরাবে না আর ক্যামেরা হবে DSLR-এর মতো, তবে Vivo X300 সিরিজ আপনার জন্যই। অফার শেষ হওয়ার আগেই চেক করে নিন!

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

বিয়ের মরসুমে মধ্যবিত্তের ঘুম উড়িয়ে ২ লক্ষের কাছে রুপো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ