এই মুহূর্তে




যুবভারতী থেকে শিক্ষা নিয়ে ইডেন গার্ডেন্সের বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করেছে কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ম্যাচ পরের বছরে। যুবভারতীর থেকে শিক্ষা নিয়ে আগেভাগে কোন ব্যবস্থা কি নেবে কলকাতা পুলিশ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কলকাতার পুলিশ কমিশনার জানান,প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সমস্ত কিছু আমরা নোট করেছি। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট থাকবে। স্টেক হোল্ডারদের সঙ্গে ও বিভিন্ন আয়োজকদের সঙ্গে যোগাযোগ থাকবে। ভালোভাবে হবে আশা করছি। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)।

আসন্ন ক্রিসমাস ফেস্টিভ্যাল।পার্ক স্ট্রিটে দিল্লি বিস্ফোরণের কথা মাথায় রেখে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পার্ক স্ট্রিটে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশ কমিশনার জানান, শুধু পার্ক স্ট্রিট নয়, সারা শহরে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার রাখছি। ফিল্ড লেভেল অফিসার থেকে শুরু করে সিনিয়র সমস্ত অফিসার, ডিসি লেভেলের অফিসারদের আমরা ইতিমধ্যে মেসেজ পাঠিয়ে দিয়েছি। নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।কলকাতা পুলিশের সঙ্গে দেখা হয়েছিল যুবভারতী কান্ডের মূল আয়োজক শতদ্রু দত্তের(Satadru Dutta) সঙ্গে,।ফেসবুকে ছবি পোস্ট করেছিল। সাংবাদিকদের এই প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, উনি এসেছিলেন কারণ, মেসির তখন থাকার কথা ছিল ‘তাজবেঙ্গল’ হোটেলে। কিন্তু পরে পুরো প্রোগ্রাম ওই দিকে হয়। তারপর থেকে আমাদের আর কোন যোগাযোগ নেই।

যুবভারতী-কাণ্ডের পর বিশ্বকাপে আবারো বড় বড় প্লেয়ারদের ও মানুষের ভরসা ফিরিয়ে আনতে পারবেন ? মনোজ ফার্মার এই প্রশ্নের উত্তরে মন্তব্য, কলকাতা পুলিশে প্রফেশনাল পুলিশ রয়েছে। বিভিন্ন প্রোগ্রামে করেছি আমরা। খুব ভালোভাবে হয়েছে। আগামী দিনে যে বিশ্বকাপ হবে তা ভালোভাবে হবে।কলকাতা পুলিশের Annual Sports Meet 2025–26 এর আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। কলকাতার বডি গার্ড লাইন্স গ্রাউন্ডে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।বুধবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, কলকাতা পুলিশের সমস্ত ডিসি লেভেলের অফিসাররা এবং কলকাতা পুলিশের অন্যান্য সদস্যরা। ক্রীড়ার মাধ্যমে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত মানসিকতা বাড়াতেই এই বার্ষিক আয়োজন।আগামী ১৯ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।তিন দিনের এই ক্রীড়া উৎসব ঘিরে কলকাতা পুলিশের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিবার থেকে শুরু শুনানির নোটিশ পাঠানো, কোন-কোন নথি হাতের কাছে রাখতে হবে জেনে নিন

সরকারি কাজ করে দ্রুত পেমেন্ট পেতে পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশি ব্যবসায়ীরা

বাংলা বাণিজ্যের জন্য উপযুক্ত, ব্যবসায়ী সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী, জলের বোতল নিষিদ্ধ

জনসংযোগ বাড়াতে ভবানীপুরে ‘মা ক্যান্টিন’-এ হাজির মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ