এই মুহূর্তে




ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী, জলের বোতল নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি : ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোরে (Netaji indoor Stadium) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেসির কলকাতা সফর থেকে শিক্ষা নিয়ে জলের বোতল নিষিদ্ধ নেতাজি ইন্ডোরে (Netaji indoor Stadium)। বুধবার জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। কড়াকড়ি ভাবে চেক করে তার পরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে স্টেডিয়ামে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিদ্ধান্ত কলকাতা পুলিশের (Kolkata Police)।

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জলের বোতল ছোঁড়া থেকে চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সেই থেকে শিক্ষা নিয়ে কড়া সতর্কতা কলকাতা পুলিশের। খেলার সময় জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ স্টেডিয়ামে (Stadium)। সেখানে কী করে এত বিপুল পরিমাণ জলের বোতল ভিতরে ঢুকেছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার নেতাজি ইন্ডোরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের মতো বুধবারও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সদা সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। কড়া নিরাপত্তার মাধ্যমে তল্লাশি চালিয়ে তবেই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানের আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, ছোট, বড়, মাঝারি প্রায় ১২ হাজার ব্যবসায়ী এদিন হাজির রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji indoor Stadium)। ব্যবসা সংক্রান্ত কথা নিয়ে আলোচনা, নিজেদের সমস্যার কথা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরাজ্যে ব্যবসার পথ কীভাবে আরও প্রশস্ত করা যায়, তা নিয়েই ওই আলোচনা হবে। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একযোগে কীভাবে কাজ করতে পারেন, তা নিয়েও আলোচনা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন

বৃহস্পতিবার থেকে শুরু শুনানির নোটিশ পাঠানো, কোন-কোন নথি হাতের কাছে রাখতে হবে জেনে নিন

শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়েকে আশ্রয় দিয়ে নিজের ভিটেমাটি ছাড়া ৭০ বছরের বৃদ্ধা, বিডিও’র দ্বারস্থ

সরকারি কাজ করে দ্রুত পেমেন্ট পেতে পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশি ব্যবসায়ীরা

বীরভূমে ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন…

আলোর রোশনাইয়ে সাজছে দিঘা,অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী হবে সমুদ্র সৈকতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ