এই মুহূর্তে




৫০ শতাংশ আগাম বুকিং শেষ! কেন এত হুড়োহুড়ি দিঘার হোটেলে?

নিজস্ব প্রতিনিধি, দিঘা : সামনেই উইকএন্ড। তার রয়েকদিন পরেই রয়েছে বড়দিন ও নিউইয়ার। এই সময়গুলোতে দিঘা, পুরী, মন্দারমণি সহ সমস্ত পর্যটনস্থলগুলোতে থাকে নজরকাড়া ভিড়। এবার বর্ষবরণের আগে নতুন রূপে সেজে উঠছে দিঘা। উইকএন্ড থেকেই ভিড় জমতে শুরু করবে সমুদ্র সৈকতে। অন্যান্য বারের তুলনায় এবার আরো বেশি পর্যটক হবে বলে মনে করছেন হোটেল মালিকরা।

জানা গিয়েছে, হোটেলগুলিতে প্রায় ৫০ শতাংশ বুকিং সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের আগে সমস্ত হোটেল রুম বুকিং হয়ে যাবে বলে আশা করছেন হোটেল মালিকরা। নিউ দিঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন। কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়, সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে।

হোটেল মালিকদের বক্তব্য, আগের বছর যে ভিড় দেখা গিয়েছিল, এবছর বর্ষশেষে তার থেকেও বেশি ভিড় দেখা যাবে। কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির। পর্যটকদের জন্যে হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার। কারণ ভিড়ের কারণে দিনের দিন এলে হোটেল পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে ছুটির মজা পাওয়া যাবে না। পছন্দমতো সাধ্যের হোটেল না পেলে অতিরিক্ত টাকা দিয়ে হোটেল বুক করতে হতে পারে। উলে বাজেটেও টান পড়ার সম্ভাবনা। তবে হোটেলের কালোবাজারি রুখতে জেলাপ্রশাসন ও হোটেলিয়ারস অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে।নির্ধারিত ভাড়ার থেকে কোনও হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই কারণে বর্ষশেষ ও বর্ষবরণের আনন্দ যাতে মাটি না হয়, তার জন্য াগাম হোটেল বুকিং করে রাখাছেন পর্যটকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! স্বাভাবিকের ওপরে পারদ, কবে আসছে শীত?

দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ