এই মুহূর্তে

‘জয়া বচ্চনের মতোই বদমেজাজি সানি দেওল’, অভিনেতার উপর ক্ষোভপ্রকাশ পাপারাৎজিদের

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে জয়া বচ্চনের পর এবার অভিনেতা সানি দেওলের নামের পাশে জুড়ল ‘বদমেজাজি’ তকমা। প্যাপদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে এমনিতেই দুর্নাম রয়েছে প্রবীণ অভিনেত্রী তথা অমিতাভ বচ্চনের ঘরণী জয়া বচ্চনের। নানা সময়ে পাপারাৎজিদের সঙ্গে তাঁর খারাপ আচরণ নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড়ও ওঠে। যদিও অভিনেত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, তিনি পাপারাৎজিদের একেবারেই পছন্দ করেন না। তাঁদের আচরণ, পোশাক নিয়ে তাঁর আপত্তি রয়েছে। এবার পাপারাৎজিদের সঙ্গে একই রকম আচরণ করে মুখ পোড়ালেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। ধর্মেন্দ্রর মৃত্যুর কয়েকদিন আগে, একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

যেখানে সানি দেওলকে হাতজোড় করে তাঁদের জুহুর বাড়ির সমানে পাপারাজ্জিদের ভিড় জমানো এবং ভিডিও করার জন্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল। এমনকি সানিকে অভিশাপ দিতে বলতে দেখা যায়, “তোমার কি বাড়িতে বাবা-মা এবং সন্তান আছে? তোমার কি লজ্জা করে না? তুমি ভিডিও বানাচ্ছ।” এই ভিডিওটি প্রকাশের পর, সানি নেটিনাগরিকদের পাশাপাশি চলচ্চিত্র ব্যক্তিত্বদের থেকেও সমালোচনার শিকার হয়েছিলেন। এবার সানির এই আচরণ নিয়ে মুখ খুললেন সিনিয়র পাপারাৎজি ভারিন্দর চাওলা। তিনি জানালেন, “আমি বলতে চাই, জয়া বচ্চনের মতো সানি পাজিও একজন বদমেজাজি মানুষ। এটা কেবল তার স্বভাব। দেশে অনেক মানুষ আছেন যারা ধর্মেন্দ্রজিকে ভালোবাসেন। সেদিন পাপারাৎজিরা প্রয়াত অভিনেতার বাড়ি থেকে কমপক্ষে ২০-৩০ ফুট দূরে ছিলেন। তাঁরা কেবল তাঁদের কাজ করছিলেন। তাঁরা দর্শকদের দেখাতে চেয়েছিলেন যে ধর্মেন্দ্রের মতো এত সুন্দর একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে কত বলিউড সেলিব্রিটি আসছেন। তাঁর প্রতি তাঁদের কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে।”

তবে সানির সেই সময়ে আরও একটি বিষয়ে রাগ ছিল। কারণ ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তির সময় তাঁর পরিবারের কাঁদতে থাকা একটি ভিডিও, হাসপাতালের একজন কর্মী ফাঁস রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিলেন। এই বিষয়ে ভারিন্দর চাওলা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ধর্মেন্দ্রের হাসপাতালের ভিডিও ফাঁস হওয়া আমাদের দোষ নয়। আপনাদের অভ্যন্তরীণ সমস্যার জন্যে আমাদের উপর রাগ প্রকাশ করতে পারেন না? যদি সানি সেই সময় খুব বিরক্ত থাকতেন এবং গোপনীয়তার প্রয়োজন হত, তাহলে তিনি অশালীন ভাষা ব্যবহার না করেই তা বলতে পারতেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সকালে প্রাতঃরাশ নয়, ১0 ঘন্টা ঘুম’, ৫০-এও চির তরুণ থাকার রহস্য ফাঁস করলেন অক্ষয় খান্না

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

‘আমি তাঁর গার্লফ্রেন্ড নই’, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিংয়ের গুজব ওড়ালেন ব্রিটিশ কিশোরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ