এই মুহূর্তে

হাঁটা দেখেই বুঝে নিন নারীর স্বভাব ও প্রকৃতি

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: মানুষের চরিত্র যেমন তার আসল পরিচয়, তেমনই সেই ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ পায় তাঁর কথা,  পোশাক ও আচরণের মধ্য দিয়ে। হাঁটাচলার ওপরেও অনেক কিছু নির্ভর করে। হাঁটার ধরনই বলে দেয় একজন নারীর স্বভাব, মানসিকতা ও জীবনযাপনের বিষয়। প্রাচীন ভারতীয় লক্ষণশাস্ত্রে নারীর হাঁটার ভঙ্গিকে চরিত্র বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। যদিও আধুনিক দৃষ্টিতে এসব ব্যাখ্যা পর্যবেক্ষণ নির্ভর, তবু সমাজ ও সংস্কৃতির দীর্ঘ অভিজ্ঞতার প্রতিফলন এতে স্পষ্ট।

শাস্ত্র অনুযায়ী,  যে সকল নারীরা ধীরে, স্থির ও মেপে পা ফেলে হাঁটেন, তাঁদের মধ্যে ধৈর্য, শালীনতা ও স্থিতিশীলতার গুণ দেখা যায়। এমন নারী সাধারণত সংসার ও জীবনে অত্যন্ত সুখী হয়ে থাকেন।

খুব জোরে বা লম্বা লম্বা পা ফেলে হাঁটা নারীরা জীবনে বাধা, মানসিক অস্থিরতা কিংবা অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বলে মনে করা হয়। বিনা কারণে দ্রুত ও জোরে হাঁটা অনেক সময় মানসিক চাঞ্চল্য বা অস্থিরতা দিকে নির্দেশ করে।

হাঁটার সময় নারীদের শরীরের উপরাংশ বেশি নড়াচড়া করলে বা দুলিয়ে হাঁটলে তা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়, কিন্তু স্বাভাবিক ও সংযত ভঙ্গিতে হাঁটা শুভ।

নিচের দিকে তাকিয়ে নারীদের শান্তভাবে হাঁটা সততা ও সংযমের লক্ষণ হিসেবে দেখা হয়। চারপাশে তাকানোকে অস্থিরতা বা বিচ্যুত মানসিকতার ইঙ্গিত বলে বিবেচনা করা হয়। এছাড়া এই স্বভাবকে বিপথগামীতার লক্ষণ মনে করা হয়। একইভাবে, হাঁটার সময় অতিরিক্ত নিতম্বের দোলন অহঙ্কার বা ভোগপ্রবণতার পরিচয় দেয় বলে শাস্ত্রে উল্লেখ আছে।

সামান্য সামনে ঝুঁকে হাঁটা নারীর সাধ্বী ও শান্ত স্বভাবের হয়ে থাকেন, কিন্তু অতিরিক্ত বুক ফুলিয়ে হাঁটা নারীরা জীবনের সংগ্রাম ও অহংকারের ইঙ্গিত বহন করে।

হাঁটা শুরু করার সময় নারীর বাঁ পা বাড়ানোকে শুভ বলে ধরা হয়। খুঁড়িয়ে হাঁটা সাধারণত অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, যদি না তা শারীরিক আঘাতের কারণে হয়।

পরিশেষে বলা বাঞ্চনীয় যে, নারীদের জোরে শব্দ করে পা ফেলা অত্যন্ত অশুভ লক্ষণ, আর যে সকল নারীরা নিঃশব্দে পা ফেলেন, তাঁদের লক্ষ্মীশ্রী ভাব থাকে বলে মান্যতা দেওয়া হয়।

 নারীর হাঁটার ধরন তার অন্তর্গত মানসিক অবস্থা ও ব্যক্তিত্বের একটি নীরব ভাষা। তবে এই লক্ষণগুলি বিচার করার সময় পরিপক্বতা, স্বাভাবিকতা ও বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করাই যুক্তিসঙ্গত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৩ বছর পর মকর সংক্রান্তিতে একাদশীর জোড়া যোগ! কখন স্নান করলে ফিরবে ভাগ্য?

৯ জানুয়ারি সূর্য-মঙ্গলের মহাসংযোগ, ৩ রাশির জাতকদের ঘরে আসবে দু’হাত ভরে টাকা

রান্না করার সময় পুড়ে গিয়েছে খাবার, রইল গন্ধ দূর করার ঘরোয়া উপায়

আট থেকে আশি পছন্দ সকলের, নলেন গুড়ের উপকারিতা জানলে অবাক হবেন

মাঘ মাসে ভুলেও এই কাজ করবেন না, কী করবেন জানুন

জানুয়ারিতে সুখ-সমৃদ্ধির ইঙ্গিত, এই ৫ জিনিস স্বপ্নে দেখা শুভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ