এই মুহূর্তে

ঘুড়ির মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! গলা কেটে ফালাফালা মোটরবাইক সওয়ারির

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আধ ঘন্টা আগেই মেয়ের সঙ্গে কথা বলেছিলেন বিদরের বাসিন্দা বছর আটচল্লিশের সঞ্জুকুমার হোসামানি। তখনও ঘুণাক্ষরে বুঝতে পারেননি অলক্ষ্যে ওঁ‍ৎ পেতে রয়েছে সাক্ষা‍ৎ মৃত্যুদূত। মোটরবাইক নিয়ে নিজের গন্তব্যেই রওনা করেছিলেন খুশি মনে। ঠিক তখনই সাক্ষা‍ৎ সামনে এসে হাজির হল ঘুড়ির চিনা সুতো। কিছু বোঝার আগেই গলা ফালা-ফালা করে কেটে দিল। মোটরবাইক থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন সঞ্জুকুমার। রক্রাক্ত অবস্থায় মেয়েকে ফোন করে দুর্ঘটনার খবর দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বৃথা হল সেই চেষ্টা। পথচারিরাই তাকে তুলে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। না ফেরার দেশে চলে গিয়েছেন সঞ্জু। চিনা সুতোর মাঞ্জার বলি হলেন। ওই মর্মান্তিক ঘটনার পরেই পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) মকর সংক্রান্তির দিন গোটা দেশের সঙ্গেই ঘুড়ি উড়ানোর উ‍ৎসবে মেতে উঠেছিলেন বিদরের বাসিন্দারা। বাইকে চেপে তালামাদাগি সেতুর কাছে হঠাৎই ঘুড়ির চিনা মাঞ্জার সুতো গলায় পেঁচিয়ে যায় সঞ্জুর গলায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। গলা কেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। তখনই বেশ কয়েকজন পথচারির নজরে পড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পড়ে রয়েছেন সঞ্জু। গলগল করে বেরনো রক্ত বন্ধ করতে গলায় কাপড়ও চেপে ধরেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

শেষ পর্যন্ত অ্যাম্বুলান্স ডেকে পাঠানো হয়। কিন্তু খবর পাওয়ার অনেক বাদে হাজির হয় অ্যাম্বুলান্স। ততক্ষণে নিথর হয়ে গিয়েছেন সঞ্জু। প্রাণস্পন্দন থাকাকালীন একবার নিজের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে মেয়েকে দুর্ঘটনার খবর দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সঞ্জুর মর্মান্তিক মৃত্যুর শেষ মুহুর্তের ভিডিও। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটা নাগরিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ