এই মুহূর্তে

আসন রফা নিয়ে মতানৈক্য, জামায়াতের জোট ছাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর সরকার গঠনের স্বপ্ন জোর ধাক্কা খেতে চলেছে। আসন নিয়ে মতানৈক্যের জেরে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের তরফে সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে নতুন জোট গড়ে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার তোড়জোড় শুরু হয়েছে।

গত ডিসেম্বর মাসেই ঢাকঢোল পিটিয়ে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোট বাঁধার কথা ঘোষণা করেছিলেন জামায়াতে ইসলামীর আমিড় শফিকুর রহমান। মূলত বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যই পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। কট্টরপন্থী মুসলিমদের ভোট পেতে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশই নয়, জাতীয় নাগরিক পার্টি, আল বদর পার্টি (এবি পার্টি) সহ পাকিস্তানপ্রেমী দলগুলিকে জোটে সামিল করেছিল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, জোট গড়লেও আসন রফা নিয়ে জামায়াতে ইসলামী ও চরমোনাওয়ের পীরের দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। ৩০০ আসন বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য জামায়াতের কাছে ৫০ আসন চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। কিন্তু দলটিকে ৪০-এর বেশি আসন ছাড়তে রাজি হননি জামায়াতের শীর্ষ নেতৃত্ব। বুধবার (১৪ জানুয়ারি) জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীথ জোটের তরফে সাংবাদিক সম্মেলনে আসন রফা নিয়ে ঘোষণা করার কথা ছিল। কিন্তু শরিক দলগুলির সঙ্গে আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পারায় জামায়াতের তরফে ওই সাংবাদিক সম্মেলন স্থগিত রাখার কথা জানানো হয়। এদিন সন্ধ্যায় জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, ‘২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হল ফেব্রুয়ারির ১২ তারিখ। তা–ই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগে পর্যন্ত যে কোনও কিছু ঘটতে পারে।’ ইসলামী আন্দোলন একলা চলোর পথে হাঁটবে কিনা জানতে চাওয়া হলে গাজী আতাউর বলেন, ‘এখনও পর্যন্ত স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। অনেকের সঙ্গেই আলোচনা চলছে। আলোচনার পর দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৭৯ আসনে লড়বে জামায়াতে, কতটিতে লড়ছে জাতীয় নাগরিক পার্টি?

ঢাকায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়িতে ১২ ঘন্টা ধরে গণধর্ষণ, ধৃত বাসচালক-সহ ৩

হাসিনা বিরোধী আন্দোলনে পুলিশ ও হিন্দু খুনে জড়িতদের ‘রক্ষাকবচ’ দিল মোল্লা ইউনূস সরকার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল মাদ্রাসার প্রধান শিক্ষক, আগুন লাগিয়ে উত্তেজনা

জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত সমাধি দেওয়ার চেষ্টা, ধৃত দুই গুণধর ছেলে

পোস্টাল ব্যালটে উপরের দিকে জামায়াতের প্রতীক, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ