এই মুহূর্তে

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

নিজস্ব প্রতিনিধি: হিন্দির আগ্রাসনে যখন বাংলা ভাষা খানিকটা হলেও কোণঠাসা, তখন মাতৃভাষার ব্যাপ্তি ঘটাতে উদ্যোগী হয়েছে ‘যুগসাগ্নিক’ পত্রিকা পরিবার সহ  সমমনস্ক একাধিক সাংস্কৃতিক সংগঠন। গত কয়েক বছরের মতো এবারেও আয়োজিত হয়েছিল ‘যতদূর বাংলাভাষা উৎসব’। দেশ-বিদেশের দুই সহাস্রাধিক কবি, সাহিত্যিক, বাচিক শিল্পীদের সমারোহে ১৩ দিন ব্যাপী চলে এই উ‍ৎসব।

‘যুগসাগ্নিক’ পত্রিকা পরিবার সাধারণ বাঙালী মননে বাংলাভাষার ঐতিহ্য ও গৌরবকে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞা গ্রহণ করেছে। আর এই প্রতিজ্ঞারই ফলশ্রুতি হল ১৩ দিনব্যাপী বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতির সমস্ত ফলিত শিল্পকে এককাট্টা করার আন্দোলন। অনুষ্ঠানের শুভারম্ভ হয় গত ৩০ ডিসেম্বর, গঙ্গাবক্ষে ভাসমান লঞ্চে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  কবি রামচন্দ্র পাল, চিকি‍ৎসক র্থসারথি মুখোপাধ্যায় ও আবৃত্তিশিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়। এর পর একটানা বারোদিন দুই হাজারেরও বেশী শিল্পী-সাহিত্যিক-কবি-গল্পকার-আবৃত্তিকার-নৃত্যশিল্পীরা কলকাতার বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসবের সমাপ্তি ঘটে ১১ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে। আগামী বছরের ডিসেম্বরে আবারও এই অনুষ্ঠান সংগঠিত করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৩ দিনের অনুষ্ঠানে অনেক বরিষ্ঠ শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন, শম্পা কুণ্ডু, বিভা সেনগুপ্ত, শুভেন্দু মাইতি, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। এছাড়াও ছিলেন, উৎপল কুণ্ডু, পার্থ মুখোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, সুকুমার ঘোষ, বিজয়লক্ষ্মী বর্মণ, অলোক রায় ঘটক প্রমুখ।

উৎসব কমিটির আহ্বায়ক তথা ‘যুগসাগ্নিক’ পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত বলেন,  ‘যাঁরা এই ১৩ দিন বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা নিয়ে এই উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেককে সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। ভালবাসা জানাচ্ছি সেইসব সংগঠনকে যারা তাদের সীমিত সামর্থ নিয়ে বন্ধুতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই উৎসবকে সফল করে তুলবার জন্য। এত বড়, এত দীর্ঘকালব্যাপী ও বিপুল সংখ্যক মানুষের যোগদানে সমৃদ্ধ একটা অনুষ্ঠান কোনও রকমভাবে সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা ছাড়াও যে সংগঠিত করার দুঃসাহস আমরা এবারেও করে দেখাতে পেরেছি সেই দুঃসাহসকে প্রশ্রয় দিয়েছেন একমাত্র আপনারা। যারা এই উৎসবে যোগদান করতে অদম্য উৎসাহ নিয়ে এগিয়ে এসেছিলেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান , গ্রেফতার ৩ পাণ্ডা

এসআইআরের নথি হিসাবে গ্রহণ করা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নয়া ফরমান জ্ঞানেশের

মুখ্যমন্ত্রীর প্রতিবাদে ২৩ জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তীব্র বিতর্কের অবসান

মমতাকে অসম্মান! ইডির আইনজীবীকে শিষ্টাচারের পাঠ দিলেন রাজ্যের কৌঁসুলি,দেখুন ভিডিও

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ