এই মুহূর্তে

‘মিস ইউ পাপা’, ইনস্টাগ্রাম স্ট্যাটাসে লেখার ২১ ঘণ্টা পরেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

নিজস্ব প্রতিনিধি: মৃত বাবাকে স্মরণ করে ইনস্টাগ্রাম আবেগঘন স্ট্যাটাসে লিখেছিলেন ‘মিস ইউ পাপা’, এর ২১ ঘন্টা পরেই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ছত্তিশগড়ের ভিলাইয়ের একজন যুবক। এই ঘটনাটি সবাইকে অবাক করেছে। মৃত বাবাকে স্মরণ করার ২৪ ঘন্টা পরে ছেলেও মারা গেলেন। তবে এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং একটি ট্র্যাজেডি।দুর্ঘটনাটি ঘটেছিল, ছত্তিশগড়ের ভিলাইয়ের জামুল থানা এলাকার নাদনি রোডে। জানা গিয়েছে, ঘটনার সময় সুপেলার বাসিন্দা ২৬ বছর বয়সী প্রবীণ কুমার ধৃতলাহারে তাঁর তিন বন্ধুকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁদের গাড়িটি দ্রুতগতিতে থাকায় হঠাৎ ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। খুঁটিতে ধাক্কা লাগার পর গাড়ির এয়ারব্যাগগুলি খুলে যায়, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর ঘটনাস্থলেই প্রবীণ মারা যান। তাঁর তিন বন্ধু, দুর্গেশ মাদলে, আকাশ কেশরওয়ানি এবং রাহুল সাহু গুরুতর আহত হন।

জানা যায়, দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে, প্রবীণ তাঁর মৃত বাবাকে স্মরণ করে একটুও ইনস্টাগ্রাম স্ট্যাটাস দিয়েছিলেন। যেখানে তিনি আবেগঘন হয়ে লিখেছিলেন, “তোমাকে মিস করছি বাবা। আজ তোমাকে খুব মিস করছি। দয়া করে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো।” প্রবীণের পরিবার জানিয়েছে, তাঁর বাবা প্রায় তিন মাস আগে মারা গিয়েছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাবার মৃত্যুর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ছেলেটি। প্রায়শই আবেগপ্রবণ থাকতেন। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে, বাবাকে নিয়ে লেখা স্ট্যাটাসটি তাঁর জীবনের শেষ বার্তা হিসেবে প্রমাণিত হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর প্রবীণের গাড়িটি রাস্তার ধারে উল্টে গিয়েছিল। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারাই তাৎক্ষণিকভাবে পুলিশ, অ্যাম্বুলেন্সে খবর দেন। জামুল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের দুর্গ সরকারি হাসপাতালে পাঠায়। এরপরেই চিকিৎসকরা প্রবীণকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুপেল্লা সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে, মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।

পুলিশ ফুটেজটি জব্দ করেছে এবং তার ভিত্তিতে তদন্ত করছে। এএসপি (শহর) সুখনন্দন রাঠোর জানিয়েছেন, নাদনি রোড জামুল থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে চার যুবক ছিলেন, যাদের মধ্যে একজন মারা গিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ