এই মুহূর্তে

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা, একটি সুন্দর জিনিস। দুটি মানুষের মনের মিলন। ভালবাসার সঙ্গীকে খুশি করার জন্যে কত কিছুই না করেন মানুষ। আসলে ভালবাসার কোনও বয়স হয় না। সব বয়সেই প্রেমে পড়া যায়। আগামী মাসেই ভালবাসার মরসুম। তার আগে ভালবাসার একটি উদাহরণ আপনাকে অবাক করবে। সম্প্রতি একজন প্রেমিক তাঁর প্রেমিকার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্যে এক অদ্ভুত কাণ্ড করলেন। যে কারণে তাঁর প্রেমিকার জন্মদিন বিশেষে হয়ে থাকবে সোশ্যাল মিডিয়ার কাছেও। আসলে মনের মানুষের জন্মদিনের সারপ্রাইজ মানুষ বিভিন্নভাবে দেন। কেউ কেউ ফুল, চকলেট এবং মোমবাতির আলোয় ডিনার ডেটের পরিকল্পনা করেন, আবার কেউ প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে তাঁকে সারপ্রাইজ দেন। আবার কখনও ২৬ কিলোমিটার দৌড়ে প্রেমিকাকে জন্মদিনের সারপ্রাইজ দেন তাঁর প্রেমিক। হ্যাঁ, সম্প্রতি অভিক ভট্টাচার্য নামে এক যুবকের একটি হৃদয়গ্রাহী অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

অভিক তাঁর প্রেমিকা সিমরানের ২৬তম জন্মদিন উদযাপনের জন্যে প্রায় ২৬ কিলোমিটার দৌড়ে তাঁর কাছে পৌঁছেছেন। যা কিনা ভালবাসার নতুন মানদণ্ড দাঁড় করে দিয়েছে। তাঁরা বিষয়টি যৌথভাবে ইনস্টাগ্রামে জানিয়েছেন, একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। যা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে। দ্রুত লক্ষ লক্ষ অনলাইন ব্যবহারকারীর কাছে তা ছড়িয়ে পড়েছে। ক্লিপটির শুরুতে সিমরান ব্যাখ্যা দিয়েছেন যে, সে তাঁর জন্মদিনে নিজেই ২৬ কিলোমিটার দৌড়বেন বলে ঠিক করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা হয়নি। তাই অভীক সেই দায়িত্ব নিয়েছেন।’ অভিক বলেছেন, ‘আমার বান্ধবীর বয়স মাত্র ২৬ বছর, তাই আমি তার জন্মদিনে ২৬ কিমি দৌড়াবো বলে ঠিক করেছিলাম।’ দৌড়ের সময়, অভিক ছোট ছোট ক্লিপ রেকর্ড করে, তাঁর চিন্তাভাবনা, প্রার্থনা এবং প্রতিফলন ভাগ করে নিয়েছেন। তবে তিনি সচেতন থাকার জন্য ইয়ারফোন ছাড়াই দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দৌড়ের সময়, অভিক আরও প্রকাশ করেছেন যে, আসলে তিনি এবং সিমরান দুজনেই মুম্বই ম্যারাথনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যা আর আড়াই সপ্তাহ বাকি। তীব্র প্রশিক্ষণের সময়সূচী থাকা সত্ত্বেও, তিনি এই বিশেষ দৌড়টি সম্পূর্ণরূপে প্রেমিকার জন্য উৎসর্গ করেছেন। তাঁরা দুজনেই বেঙ্গালুরুর বাসিন্দা।

 

 

View this post on Instagram

 

A post shared by Simran and Avik (@simranxavik)

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভাই মান নির্ধারণ করছে।” অন্যজন বলেন, “আমার গলা ভারী হয়ে যাচ্ছে।” তৃতীয় মন্তব্যে লেখা আছে, “এখন, আমার কি ২৬ বার লেখা উচিত। আমি বলতে চাইছি, পৃথিবীতে এমন লোক কোথায় পাওয়া যাবে, ধুর।” আবার আরেকজন বলেছেন, ‘দিদি আপনি এইরকম প্রেমিক পাওয়ার জন্যে কী ব্রত পালন করেছেন।’ ৫ জানুয়ারী, ২০২৬ তারিখে শেয়ার করা এই ভিডিও টি এখনও পর্যন্ত ৭.৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। ৬.৮ লক্ষেরও বেশি লাইক পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ