এই মুহূর্তে

সামশেরগঞ্জে SIR আতঙ্কে অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যু, অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ: মুর্শিদাবাদের সানসেরগঞ্জে এসআইআর শুনানি আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধর। তাঁর নাম পুটু শেখ(Putu Sk.)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। পরিবারের অভিযোগ এস আই আর এর চাপেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। রাজ্যে ভোটার তালিকায় এস আই আর এর কাজ শুরু হওয়ার পর থেকে এই ধরনের মৃত্যুর খবর একের পর এক আসছে। সেই তালিকায় যুক্ত হল সামশেরগঞ্জের(Samsherganj) রামেশ্বরপুর চাচণ্ড গ্রামের এই বৃদ্ধের নাম। পরিবার সূত্রে জানা গেছে ওই বৃদ্ধের বাড়িতে সম্প্রতি এসআইআর শুনানির নোটিশ আসে। বৃদ্ধের পাশাপাশি তার পুত্র এবং পুত্রবধূর নামেও শুনানির নোটিশ এসেছে। শুনানি নোটিশ এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন পুটু বাবু। তার নামের বানানে ত্রুটি ছিল বলে তিনি চিন্তা করছিলেন । বৃদ্ধের নামের পুটুর বদলে পুট লেখা ছিল। একে কেন্দ্র করে ওই বৃদ্ধ মানসিক চিন্তায় ভুগছিলেন।

বৃহস্পতিবার ওই বৃদ্ধের এবং পরিবারের সদস্যদের শুনানির ডাক ছিল ঘটনার সময় বৃদ্ধ বাড়িতে একাই ছিল অন্যান্য সদস্যরা সামসেরগঞ্জে বিডিও (BDO)অফিসে শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন। শুনানি চলাকালীন ওই পরিবারের সদস্যরা খবর পান বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ মারা গিয়েছেন। ওই বৃদ্ধর পুত্রবধূ বিউটি খাতুন বলেন, এসআইআর এর চাপে তার শ্বশুর মশাই মারা গিয়েছেন। তারা নথি জমা দিতে এসেছিলেন। শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে লাইনে তারা খবর পান মারা গেছেন ওই বৃদ্ধ। এর আগে মুশিদাবাদ জেলা কান্দিতে বিডিও অফিসে শুনানির লাইনে দাঁড়িয়ে চোখ হয়ে ৮১ বছরের এক প্রবীণা আক্রান্ত হয়েছিলেন। যুগলদাসী কাপাসিয়া নামে ওই বৃদ্ধাকে কান্দি মহকুমা হাসপাতালে(Kandi Hospital) ভর্তি করা হয়। এবার এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদের এক বৃদ্ধের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। অন্যদিকে, উত্তর ২৪পরগনা জেলায়এসআইয়ের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ।

ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগরের গুমা শান্তিনগর এলাকায়। মৃতের নাম নিখিল দাস, বয়স ৭০। বৃহস্পতিবার তাঁর হেয়ারিং-এর জন্য ডাক এসেছিল । যদিও হেয়ারিংয়ে ডাক আশা নিয়েই তিনি যথেষ্ট আতঙ্কে ছিলেন। আবার না বাংলাদেশ ফিরে যেতে হয় ,এই আতঙ্ক তাঁকে তাড়া করছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে বনগাঁ – শিয়ালদহ শাখার গুমা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। খবর পেয়ে বনগাঁ জিআরপি দেহ উদ্ধার করে। পরিবারের বাকি সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছে ।তাদের কয়েকজন শুনানিতে গিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অজয় নদে প্রাণহানি,অবৈধ বালি উত্তোলনের খাদে পড়ে মৃত্যু, তদন্ত শুরু

২৫০ টি আসন পেয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কাজল শেখের

পুরপ্রধান উত্তম দাসের নামে ডুপ্লিকেট সিম সন্ত্রাসবাদী আফজাল খান ও করিম মুসার হাতে, তদন্তে পুলিশ

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

হাড়হিম দৃশ্য আমতলায়, ছুটন্ত ঘোড়ার কামড়ে মুখে ঝুলল নাবালক

নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান , গ্রেফতার ৩ পাণ্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ