এই মুহূর্তে

অজয় নদে প্রাণহানি,অবৈধ বালি উত্তোলনের খাদে পড়ে মৃত্যু, তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: বীরভূমের ইলামবাজারে ফের এক মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার অজয় নদে স্নান করতে নেমে ২৩ বছর বয়সী যুবক উত্তম ঘোষ(Uttam Ghosh) নিখোঁজ হন। দীর্ঘ তল্লাশির পর বৃহস্পতিবার তাঁর দেহ নদীর নেলেগড় ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।স্থানীয়রা জানাচ্ছেন, উত্তম আচমকাই নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও নদীর তলায় লুকানো গভীর খাদ এবং অনিয়ন্ত্রিত গভীরতার কারণে উদ্ধার সম্ভব হয়নি।বিরোধী পক্ষের অভিযোগ, এই মৃত্যুর পেছনে নিছক দুর্ঘটনা নয়, বরং বালি মাফিয়াদের দীর্ঘদিনের অবৈধ কার্যক্রম ও প্রশাসনের উদাসীনতাই মূল কারণ। তারা বলছেন, “ইলামবাজারে(Ilambazar) ওই এলাকায় অজয় নদে(Ajay River) বছর খানেক আগে বালি মাফিয়ারা নির্বিঘ্নে মেশিন বসিয়ে বালি তুলেছিল।

নদীর স্বাভাবিক গতিপথ চরমভাবে বদলে গিয়েছিল। নদীর তলায় তৈরি হওয়া গভীর খাদ আজও মানুষের প্রাণহানির জন্য প্রস্তুত। এই গর্তগুলি এখন মৃত্যু কূপে পরিণত হয়েছে।”স্থানীয়দের মতে, নদীর উপরের অংশ যতটা শান্ত মনে হয়, ভিতরে ততটাই বিপজ্জনক। কয়েক কদম হাঁটলেই হঠাৎ তলিয়ে যাওয়ার আশঙ্কা। তবু নদীতে কোনও সতর্কতা বোর্ড বা বিপজ্জনক এলাকা চিহ্নিত করা নেই। তারা অভিযোগ করেছেন, প্রশাসন দীর্ঘদিন এই বিপদ জানলেও কার্যকর পদক্ষেপ নেয়নি।বিরোধীরা আরও কড়া ভাষায় দাবি করেছেন, “উত্তম ঘোষের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এটি হলো বালি মাফিয়াদের লুটপাট ও প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতার নির্মম ফল। প্রশ্ন হচ্ছে, আর কতজনের প্রাণ খরচ হবে, আগে কি প্রশাসন নড়বে? কত বছর লাগবে নদীর ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের জন্য? বালি মাফিয়ারা যখন বেপরোয়া রাজত্ব করত, প্রশাসন তখনও চুপ। আজও আমাদের সেই চুপচাপ ও উদাসীনতার দাম দিতে হয়।”

স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, নদী পুনঃসংশোধন, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা চিহ্ন স্থাপন এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ছাড়া অজয় নদে আর প্রাণহানি রোধ করা যাবে না। “প্রতি বছর পুণ্যস্নান ও পর্যটকদের জন্য নদী আকর্ষণীয় হলেও বিপদের কোন চিহ্ন নেই। এটি একটি প্রাক্তন বালি মাফিয়াদের তৈরি মৃত্যুকূপ,”—বলছেন স্থানীয়রা।উত্তম ঘোষের মৃত্যু ফের ইলামবাজারে শোক ও ক্ষোভের ঢেউ তুলেছে। নদীর বুকে লুকানো এই গভীর খাদের বিষয়ে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, আগামী দিনে আরও অনেক প্রাণের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের মুখে মুখে ছড়িয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৫০ টি আসন পেয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কাজল শেখের

পুরপ্রধান উত্তম দাসের নামে ডুপ্লিকেট সিম সন্ত্রাসবাদী আফজাল খান ও করিম মুসার হাতে, তদন্তে পুলিশ

সামশেরগঞ্জে SIR আতঙ্কে অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যু, অভিযোগ পরিবারের

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

হাড়হিম দৃশ্য আমতলায়, ছুটন্ত ঘোড়ার কামড়ে মুখে ঝুলল নাবালক

নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান , গ্রেফতার ৩ পাণ্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ