এই মুহূর্তে

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বিশেষ দিনটি বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা সংগীত ও কলার দেবী মা সরস্বতীর আরাধনার জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয়, বসন্ত পঞ্চমীতে বসন্ত পঞ্চমীতে নিষ্ঠার সঙ্গে দেবী সরস্বতীর পুজো করলে জ্ঞান বুদ্ধির বিকাশ হয়, একাগ্রতা বৃদ্ধি পায়। এবং শিক্ষা ও কর্মজীবনে সাফল্য আসে। দেশের নানা জায়গায় এই উৎসব শ্রী পঞ্চমী বা সরস্বতী পুজো নামেও পরিচিত। বাড়ি, মন্দির, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধুমধাম করে দেবীর আরাধনা করা হয় এদিন।

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে বসন্ত পঞ্চমী পড়ছে শুক্রবার। ২৩ জানুয়ারি। এই দিনে সরস্বতী পুজো করার পরিকল্পনা থাকলে শুভ সময় আচার অনুষ্ঠান ও নিয়ম সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে কিউট সরস্বতী

২০২৬ সালে সরস্বতী পুজোর শুভ সময়
বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে ২৩ জানুয়ারি রাত ২ টা ২৮ মিনিটে এবং শেষ হবে ২৪ জানুয়ারি রাত ১ টা ৪৬ মিনিটে। সরস্বতী পূজোর শুভ মুহূর্ত থাকবে সকাল ৭ টা ১৩ মিনিট থেকে দুপুর ১২ টা ৩৩ মিনিট পর্যন্ত। অর্থাৎ মোট ৫ ঘন্টা ২০ মিনিট জুড়ে পূজোর শুভ সময় থাকবে। মধ্যাহ্ন মুহুত পড়ছে দুপুর ১২ টা ৩৩ মিনিটে।

বসন্ত পঞ্চমীর পূজা পদ্ধতি
এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও শুদ্ধ পোশাক পরতে হয়। হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি পরিচ্ছন্ন স্থানে বেদি স্থাপন করে তার উপর হলুদ কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি রাখুন। পাশে কলস রাখুন ও প্রদীপ জ্বালান। প্রথমে গণেশের প্রার্থনা করে পুজো শুরু করুন। এরপর দেবী সরস্বতীকে স্নান করিয়ে সাদা বস্ত্র অর্পণ করুন তিলক মালা ও হলুদ ফুল নিবেদন করে সরস্বতী মন্ত্র জপ করুন। শেষে দিদির আরতি করে প্রসাদ বিতরণ করুন। বহু স্থানে পরের দিন দেবীর বিসর্জনে রীতি রয়েছে।

কী নৈবদ্য দেবেন?
বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে হলুদ ভাত, বেসনের লাড্ডু, জাফরানযুক্ত খির, হালুয়া ও বিভিন্ন মিষ্টান্ন অর্পণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়।

বসন্ত পঞ্চমী শুভ রং
এই দিনের সৌভাগ্যের রং হলো হলুদ। হলুদ রং শক্তি ও জ্ঞানের প্রতীক। তাই এই দিনে হলুদ পোশাক পরা, হলুদ তিলক লাগানো এবং হলুদ নৈবদ্য নিবেদন করার বিশেষ গুরুত্ব রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

চুলের পরিচর্যায় বিয়ার ব্যবহার জানলে অবাক হবেন, হবে বহু সমস্যার সমাধান

পর্যটকদের জন্য সুখবর, মানালি শীতকালীন কার্নিভালে এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ