এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শান্তি বজায় রাখলেই আইটি ইন্ডাস্ট্রি, একগুচ্ছ প্রকল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: জিটিএ (GTA) শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ম্যাল চৌরাস্তায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। জিটিএ চেয়ারম্যান হলেন অনীত থাপা। এদিন শপথ নিলেন ৪৫ জন। শান্তিপূর্ণ জিটিএ নির্বাচনের জন্য ধন্যবাদ জানালেন পাহাড়বাসীকে। মুখ্যমন্ত্রী চাইছেন, সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচন হোক। এদিন ইন্ডাস্ট্রিয়াল হাব, ওয়াটার প্ল্যান সহ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন তিনি।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, মংপুতে হচ্ছে হিল ইউনিভার্সিটি। দার্জিলিংয়ে এডুকেশন হাব, হর্টিকালচার হাব, মেডিক্যাল হাব ও আর্কিটেকচার হাব গড়ে উঠতে পারে। নেওয়া হয়েছে চায়ে সুন্দরী প্রকল্প। ঘোষণা করেন, মিরিকে ইকো ট্যুরিজম প্রকল্পের। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের ফুটপাতে যারা ব্যবসা করছেন, তাঁদের জন্য দোকানের ব্যবস্থা করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এত শান্তিতে নির্বাচন এর আগে পাহাড়ে হয়নি। পাহাড়ের মানুষ করে দেখিয়েছেন। এইজন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায় সেজন্য পাহাড়ের মানুষ চায় জিটিএ। বলেন, পাহাড়ের মানুষ যা পারে অন্য কেও তা পারে না। এদিন তিনি বলেন, ১০ বছরে জিটিএ-র জন্য সরকার দিয়েছে ৭ কোটি টাকা। বলেন, পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নতি হবে। তারপরেই বলেন, গড়ে উঠবে নিউ ইন্ডাস্ট্রিয়াল হাব, ফার্ম, হোম স্টে, সেফ হাউস, শপিং মল, রেস্টুরেন্ট। তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় থাকলে আইটি হাবকে আসতে অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী নিজে। এও বলেন, দার্জিলিংয়ের মত কালিম্পং এবং কার্শিয়া নিউ উন্নয়ন হবে। বলেন, পর্যটন বেড়েছে। দার্জিলিংয়ে চা বাগানে হোম স্টে করার পরিকল্পনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখানে রয়েছে শিল্প, শিক্ষার সম্ভাবনা। আইটি ইন্ডাস্ট্রি সবচেয়ে ভালো হবে দার্জিলিংয়ে। চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নতুন সরকার যখন ২০১১ সালে ক্ষমতায় এসেছিল তখন চা শ্রমিকদের দৈনিক বেতন ছিল ৬৭ টাকা। তা বেড়ে হয়েছে ২০২ টাকা। বলেন, যাঁদের মাসিক বেতন তাঁদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে। পরবর্তীকালে হবে আরও। মুখ্যমন্ত্রী বালেন, তিনি পাহাড়ে অশান্তি হতে দেবেন না। জনগণের উদ্দেশ্যে তাঁর বার্তা, কারও কথায় কেউ যেন অশান্তির প্ররোচনায় পা না দেয়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে জল। আর কাওকে ভুগতে হবে না জলকষ্টে। জল সংরক্ষণের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, বিভিন্ন ট্যাংকের মাধ্যমে ঝর্ণার জল ভরে তা সংরক্ষণ ও সরবরাহ করতে হবে। ‌ তারপরেই বলেন, কয়েকটি ঝর্না চিহ্নিত করে ড্রিংকিং ওয়াটার প্লান্ট তৈরির কথা। এদিন তাঁর ঘোষণা, মহিলারাও গাড়ি চালাক। সেই উদ্যোগ নেবে সরকার। ইতিমধ্যেই রয়েছে গতিধারা প্রকল্প। গাড়ি কেনার জন্য এই প্রকল্পের বাইরেও পাহাড়ের মানুষদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের আধিকারিকরা আরও ভাবুক কী করে আরও বেশি হাত গড়ে তোলা যায়। বলেন, দার্জিলিং, কালিম্পং, মিরিকে হর্টিকালচার এক্সপার্ট হাব, ইন্ডাস্ট্রিয়াল হাবের সুবিধা রয়েছে অনেক। রাজ্যের মানুষ উপার্জনের জন্য থাকুক রাজ্যেই, আসুক পাহাড়ে। কাজের জন্য কাউকে বাইরে যেতে হবে না।

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি পাহাড়ের দখল নিতে আসবেন না। আসবেন ভালবাসতে। বলেন, পাহাড় হাসছে। হাসিতে ভরে থাক পাহাড়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘পরিসংখ্যানের লড়াই হোক, শ্বেতপত্র প্রকাশ করুন’, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘সন্দেশখালির বেলুন আলপিন ফুটেছে, চক্রান্ত এখন জনসমক্ষে’, বিজেপিকে নিশানা অভিষেকের

প্রচারের শেষলগ্নে চণ্ডীপাঠের মন্ত্র বিকৃত করার অভিযোগে বিদ্ধ অসীম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর