এই মুহূর্তে

বাংলাদেশের ঝিনাইদহে হিন্দু বিধবাকে গণধর্ষণের পরে গাছে বেঁধে কেটে নেওয়া হল চুল

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর দোসর হয়ে আবির্ভূত হওয়া মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন চরমে পৌঁছেছে। গত ১৫ দিনে কমপক্ষে পাঁচ জন হিন্দু খুন হয়েছে ইসলামি সন্ত্রাসীদের হাতে। রেহাই মিলছে না হিন্দু মহিলাদেরও। এবার ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলাকে (৪০) ধর্ষণের পর গাছে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে দুই মুসলিম যুবকের বিরুদ্ধে। গত শনিবার (৩ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার নদীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।  

স্থানীয় সয়ত্রে জানা গিয়েছে,  গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার বাসিন্দা শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দ্বুতল বিশিষ্ট বাড়ি-সহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনেন কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের নিখিল ঘোষের স্ত্রী। তার পর থেকে স্বামীহারা ওই মহিলা শাহিনের কু-নজর পড়েন। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় জামায়াতে ইসলামীর দাপুটে নেতা শাহিন বিভিন্নভাবে ওই মহিলাকে হেনস্থা করা শুরু করেন।

গত শনিবার রাতে বিধবা মহিলার গ্রাম থেকে দুই আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সেই সময় শাহিন ও তার সহযোগী হাসান ওই মহিলার বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। মহিলাকে জোর করে ধর্ষণ করার পাশাপাশি তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে বেড়াতে আসা দুই আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয়। ধর্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে মহিলা চিৎকার শুরু করেন। ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

পাশবিক নির্যাতনে ওই হিন্দু বিধবা মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকি‍ৎসক মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে ওই নারী ধর্ষণের কথা স্বীকার করতে চাননি। পরে চিকি‍ৎসকদের কাছে শাহিন ও হাসানের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ জানান। পরে কালীগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশে চোর সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, প্রাণ বাঁচতে খালের জলে ঝাঁপ দিতেই মৃত্যু

সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দেওয়া ইসলামি জঙ্গির সঙ্গে তারেকের বৈঠক

এরশাদের পার্টিকে ভোটে লড়তে দেওয়া যাবে না, নতুন আবদার ইসলামি জঙ্গিদের

মুখে মারিতং জগ‍ৎ! ‘দুশমন’ ভারত থেকে ১.৮০ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে ইউনূস সরকার

মোল্লা ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, ৩৫ দিনে খুন ১১ জন

ভারতীয় বায়ুসেনার সঙ্গে টক্কর দিতে পাকিস্তান থেকে JF-17 Thunder যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমানবাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ