এই মুহূর্তে

পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল যুগলকে

নিজস্ব প্রতিনিধি: যুবক-যুবতীকে প্রকাশ্যে নির্যাতন! পরকীয়ার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় এক যুবক ও যুবতীকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার একটি গ্রামে। মানবতা ও আইনের সব সীমা লঙ্ঘন করে তাঁদের ওপর চালানো হয় অপমানজনক ও নির্মম অত্যাচার। অভিযোগ, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার কুন্দিপুর গ্রামে ওই দুজনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। শুধু তাই নয়, তাঁদের মাথার চুল কেটে ফেলা হয় এবং গলায় জুতোর মালা ঝুলিয়ে প্রকাশ্যে অত্যাচার করা হয়।

আরও পড়ুন: ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৩ জনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুন্দিপুর গ্রামের আহমেদ আলীর ছেলে স্বপন আলীর সঙ্গে একই গ্রামের বাসিন্দা আরিফ মিয়ার স্ত্রী আসমা খাতুনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছিল। বুধবার রাতে স্বপন আলী ওই যুবতীর সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন আরিফ মিয়া ও তাঁর সহযোগীরা। এরপরেই দুজনকে আটকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর দর্শনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। নির্যাতিত যুবক ও যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তরা আগেই পালিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রামবাসীদের একাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত সম্পর্ক বা অভিযোগ যাই থাকুক, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষী সাব্যস্ত হলে আইনের মাধ্যমেই বিচার হওয়া উচিত। চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী আহসান আলীও একই সুরে বলেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। এই ধরণের প্রকাশ্য নির্যাতন গুরুতর অপরাধ এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের না করায় মামলা রুজু হয়নি। উভয় পরিবারের তরফে অভিযোগ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি হাদির ইনকিলাব মঞ্চের

হিযবুত জঙ্গি হাদির ভাইকে ব্রিটেনে দূত হিসাবে নিয়োগ দিল ইউনূস সরকার

‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’, বলেই কিশোরকে মারধর বাংলাদেশি তালিবানিদের

জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ