এই মুহূর্তে




বাংলাদেশের কুমিল্লায় এবার ঘরে ঢুকে হিন্দু যুবতীকে ধর্ষণ বিএনপি নেতার, ভাইরাল ভিডিও




নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুরা কতটা অসহায়, ফের তার প্রমণ মিলল। এবার বাপের বাড়ি বেড়াতে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের এক নেতার ধর্ষণের শিকার হলেন এক হিন্দু গৃহবধূ। স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ জানানো সত্বেও দাপুটে বিএনপি নেতার কেশাগ্র স্পর্শ করার হিম্ম‍ৎ দেখায়নি পুলিশ। উল্টে নির্যাতিতার পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে অভিযুক্ত বিএনপি নেতা। সবচেয়ে লজ্জার বিষয় হল, অভিযুক্ত দলীয় নেতার পাশে দাঁড়িয়ে ধর্ষিতার চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তায়। মুরাদনগর থানায় দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতা যুবতী জানিয়েছেন, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) গ্রামের পুজোতে অংশ নিতে বাড়ির লোকজন মণ্ডপে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে রাত দশটা নাগাদ স্থানীয় বিএনপি নেতা ফজর আলি বাড়িতে হানা দেয়। ঘরের দরজা খুলতে বলেন। ঘরের দরজা খুলতে অস্বীকার করলে একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ছুরির মুখে বলপূর্বক ধর্ষণ করেন। চি‍ৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে ধর্ষক ফজরকে হাতেনাতে পাকড়াও করে মারধর করা হয়। কোনও ক্রমে পালিয়ে যায় অভিযুক্ত বিএনপি নেতা। ওই সময়কলার ঘটনার ভিডিও করা হয়। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।

নি্র্যাতিতার কাকিমা সরস্বতী বর্মন সংবাদমাধ্যমকে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘পাশের বাড়িতে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পুজো চলছিল। আমি ঘর থেকে সেখানে যাওয়ার সময় পাশের বাড়ি থেকে ভাইঝির চি‍ৎকারের শব্দ শুনি। ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পূজোর অনুষ্ঠান থেকে লোকজন ডেকে নিয়ে আসি। তারাই গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করা হয়।’ নির্যাতিতার কাকা নকুল বর্মন জানান, ‘ঘটনার পরেই আতঙ্কে রয়েছেন তাঁরা।’ মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, ‘বিএনপি নেতা ফজরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

বদলের বাংলাদেশে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ বলে পাকড়াও ভুয়ো এসআই, ঠাঁই শ্রীঘরে

বেনজির কাণ্ড, উর্দি পরেই জামায়াতের হয়ে ভোট চাইলেন পুলিশ কর্তা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সৌম্য-শান্ত’র

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ