-273ºc,
Friday, 2nd June, 2023 8:44 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টোকিও’র উদ্দেশে রওনা হওয়ার পাঁচদিন আগে আচমকাই জাপান সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কী কারণে তিনি সফর স্থগিত রাখলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যে যুক্তি দেখিয়েছেন তাঁকে ছেঁদো যুক্তি হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আগামী ২৯ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত জাপান সফর করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর সফর ঘিরে প্রস্তুতির মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভোটের আগের রাতে পুলিশের কর্মকর্তারা শাসকদলের হয়ে ব্যালট বাক্স ভরে দিচ্ছেন, এমন কথা বিশ্বের আর কোথাও শুনিনি।’ ওই মন্তব্যে বেজায় চটে যায় শেখ হাসিনা সরকার। বিদেশ সচিব মাসুদ বিন মোমেন জাপানি রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে দেন। শিষ্টাচার মেনে চলারও পরামর্শ দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার এক হোটেলে জাপানের বিদেশ প্রতিমন্ত্রী তাকেই শুনসোর সঙ্গে বৈঠক করেন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওই বৈঠকের পরে তিনি জানান, ’২৯ নভেম্বর জাপান সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরের সূচি নতুনভাবে ঠিক করা হবে।’ সূত্রের খবর, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের অযাচিত মন্তব্য নিয়েও ঢাকার কড়া মনোভাবের কথা জাপানের বিদেশ প্রতিমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী।