27ºc, Haze
Friday, 24th March, 2023 10:18 pm
নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবনমন। এক ধাপ নেমে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১২তম অবস্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। নতুন করে এক ধাপ অবনমন হওয়ায় শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে দুর্নীতি যে আরও বেড়েছে তার স্পষ্ট ইঙ্গিত দিল এই রিপোর্ট।
বিশ্বের ১৮০ টি দেশের দুর্নীতি নিয়ে এই তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এই সংস্থা যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা তৈরি করেছে সেখানে বাংলাদেশের অবস্থান ১২তম বলে জানিয়েছে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। মঙ্গলবার ঢাকার লেভেল ৫ মাইডাস সেন্টারের মেঘমালা সম্মেলনকক্ষে দুর্নীতির ধারণা সূচক ২০২২ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এদিন সকাল ১১টা নাগাদ টিআইবি কার্যালয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
দুর্নীতির ধারণাসূচক ২০২২ শীর্ষক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান সুলতানা কামাল, উপদেষ্টা সুমাইয়া খায়ের, পরিচালক শেখ মঞ্জুর-ই আলম প্রমুখ। এদিন ইফতেখারুজ্জামান বলেন, ‘২০২২ সালের এ সূচক অনুযায়ী ১০০ এর স্কেলে বাংলাদেশে দুর্নীতির স্কোর ২৫, যা এর আগের বছর ২০১৪ ও ২০১৫ সালের অনুরূপ। যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট অবনমন।’ তলিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১২তম অবস্থানে রয়েছে গিনি ও ইরান। প্রসঙ্গত ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়।