-273ºc,
Friday, 9th June, 2023 3:08 am
নিজস্ব প্রতিনিধি: একাধারে তিনি শাসকদলের সাংসদ, অন্যদিকে তিনি বাহুবলী। ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা তাঁর ‘হাতে’। আর সেই কারণে হাতে পিস্তল নিয়ে মিছিলের একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। শাসকদল আওয়ামী লীগের নেতার এমন কর্মকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে সে দেশে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার মিছিলের ডাক দিয়েছিল বাংলাদেশের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। সেই মিছিলে তাঁকে সামনের সারিতে পিস্তল হাতে দেখা যায়। উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)র সাংসদের বিরুদ্ধে নির্বাচন কর্তাকে মারধরের অভিযোগ তোলা হয়েছিল। শুধু তাই নয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি।
সোমবার বিক্ষোভ মিছিলের ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর সেই মিছিলের একেবারে সামনের সারিতে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মিছিল চলাকালীন সবাইকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। তড়িঘড়ি মিছিলের সামনে থেকে সাধারণ মানুষ ও গাড়িগুলিকে সরিয়ে দেয় পুলিশ। যদিও কেন তিনি হঠাৎ প্রকাশ্য রাস্তায় পিস্তল বের করেছেন তা নিয়ে মুখ খোলেননি।