এই মুহূর্তে

ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার উত্তররায় এক আবাসিক ভবনের বহুতলে বিধ্বংসী আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু হল ৬ জনের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে দমকল।

জানা গিয়েছে, ঢাকার উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা বাড়িতে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনকে নিয়ন্ত্রণে এনে ১৩জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় সকলকেই কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দমকলের পক্ষ থেকে এই আগুনের খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, সকাল ৭:৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত খবর যায় দমকল ও পুলিশে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে উত্তরা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের ২টি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভার পরে পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা তার চেষ্টা করা হয়। তার ভিতরে প্রবেশ করতে পারেন দমকলকর্মীরা। ভিতরে ঢুকে আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ৩জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের মধ্যে ২জন পুরুষ ও ১ জন মহিলা। পরে আরও ৩জনের মৃত্যুর খবর এসেছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। মৃতদের মধ্যে একই পরিবারের ৩জন রয়েছেন বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই বহুতলে আগুন লাগল জানার চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা সবটাি জানার চেষ্টা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি হাদির ইনকিলাব মঞ্চের

হিযবুত জঙ্গি হাদির ভাইকে ব্রিটেনে দূত হিসাবে নিয়োগ দিল ইউনূস সরকার

‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’, বলেই কিশোরকে মারধর বাংলাদেশি তালিবানিদের

জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল যুগলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ