24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:37 am
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের পাঁচ সদস্য। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহকর্তা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দমকলের রাঙ্গুনিয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কামরুজ্জামান সুমন সাংবাদিকদের জানান, ‘শুক্রবার ভোর রাত ২টো নাগাদ পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ার খোকন বসাকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা পাকা বাড়িতে রান্নাঘরের উপরে কাঠ শুকাতে দেওয়া হয়ে্ছিল। কাঠের উনুনে আগুন পুরোপুরি না নেভায় ওই কাঠেও কোনওভাবে আগুন ধরে যায়। নিমিষেই তা ছড়িয়ে পড়ে। দাউ-দাউ করে তা ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যেই আটকে পরেন পরিবারের সব সদস্য। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর পাশাপাশি ঘরের ভিতরে আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধারের কাজেও ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা। জানলার গ্রিল কেটে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। তারা কাঙ্গাল বসাক (৬৮),ললিতা বসাক (৫৭),লাকি বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও চয়নিকা বসাক (৪)। বাড়ির মালিক খোকন বসাককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধারকারীরা পৌঁছনোর আগেই আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বাড়িতে ঢোকার জন্য একটি দরজা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের।