28ºc, Haze
Friday, 24th March, 2023 8:42 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সৌদি আরবে বসেই গাজীপুরের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে তোলাবাজির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যাবতীয় কুকর্মের সঙ্গী কুখ্যাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মুখ খোলার জন্য শনিবার দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাকে। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠতে কয়েক ঘন্টার মধ্যেই জামিনে ছাড়া পেয়েছেন। আর জেল থেকে ছাড়ার পরে ফের কুখ্যাত পুলিশ আধিকারিক মোল্যা নজরুলের বিরুদ্ধে তোপ দেগেছেন মাহিয়া।
জেল থেকে বেরিয়ে তেলিয়াপাড়ার এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকাই সিনেমার নায়িকা বলেন, ‘আমি এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি। তাঁর নাম মোল্যা নজরুল ইসলাম (গাজীপুরের পুলিশ কমিশনার), গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়। আমার অনেক পুলিশের সঙ্গে পরিচয় আছে। অনেক ফোর্সের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা অনেক নাইস। আমি শুধু একজন ব্যক্তির কথা বলছি বারবার, যিনি মোল্যা নজরুল।’
শাসকদল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরেও তাঁকে যে হেনস্থা হতে হলো তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি মাহি। বরং জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে তাঁর এখনও আস্থা আছে।’ তাঁর গ্রেফতারকে সঠিক বলে দুপুরেই সাফাই দিয়েছিলেন অভিযুক্ত গাজীপুর পুলিশ কমিশনারের গডফাদার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কিছু বলতে রাজি হননি অভিনেত্রী। ন্যায়বিচার চাইতে তিনি বিভিন্ন মহলের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মাহি।