এই মুহূর্তে




রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল কোটা আন্দোলনকারীরা




নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে এবার কোটা আন্দোলনকারীদের রোষে পড়লেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। রাজশাহীর মিয়া পাড়ায় তাঁর পৈত্রিক বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কোটা আন্দোলনকারীরা। আর ওই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও পাকিস্তানি মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে দাবি করা হয়েছে, পড়ুয়ারা নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালকের বাড়ির অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান। যদিও তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই ঋত্বিক কুমার ঘটকের পৈত্রিক বাড়ির অবশিষ্ট অংশ  সংরক্ষণের দাবি এবং বাড়ঙ্কি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তি জানিয়েছে উন্নয়ন ও গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস।

রাজশাহী শহরের মিয়াপাড়ায় অবস্থিত এই বাড়িতেই শৈশব, কৈশোর ও তারুণ্যের সময় কাটিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক ঘটক। এই বাড়িতে থাকার সময় রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়াশোনা করতেন অন্যতম মেধাবী পরিচালক। তাঁকে ঘিরেই শহরে সাহিত্য ও নাট্য আন্দোলন গড়ে উঠেছিল। পরে কলকাতায় চলে যান ঋত্বিক ঘটক। ১৯৮৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদের সরকার এই বাড়ির ৩৪ শতাংশ জমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজকে লিজ  দিয়েছিল। বাড়ির উত্তরে গড়ে তোলা হয়েছে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের আধুনিক ভবন।

তবে দক্ষিণ অংশে ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত পুরনো বাড়ির ঘরগুলো দাঁড়িয়ে ছিল। ২০২০ সালে শেখ হাসিনা সরকারের জমানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রক বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। সংস্করণের জন্য কমিটিও গড়া হয়।  সেই কমিটির সদস্যরা বাড়িটি পরিদর্শন করে ঋত্বিক ঘটকের পরিবারের ব্যবহৃত বাড়ির অক্ষত অংশ এবং একটি কুয়া চিহ্নিত করেন। জেলা প্রশাসন পুরনো বাড়িটি আগের অবস্থায় সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। এরমধ্যেই দেশে পালা বদলের পরে গত ৬ ও ৭ অগস্ট অরাজকতার মধ্যে ঋত্বিকের পৈত্রিক বাড়ি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয় কোটা আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই নড়েচড়ে বসেছেন জেলা প্রশাসক শামিম আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, ‘ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়িটি ভেঙে ফেলার কথা শুনলাম। সাংস্কৃতিককর্মীরা আমার কাছে এসেছিলেন। তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। যারাই এই বাড়ি ভাঙুক, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাড়িটির যা অবশিষ্ট আছে তা সংরক্ষণ করা হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখ পুড়ল ‘ফুলকি’, ‘কথা’-র, তবে টিআরপির শীর্ষাসন কার দখলে?

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভয়াবহ চিত্র, বধির-সহ গণধর্ষিতা ৪, খুন ৯ জন

হিমেশ রেশমিয়ার পিতার শেষকৃত্যে তারকাদের ঢল, শ্রদ্ধা জানালেন শান, ফারাহ খানেরা

মারাত্মক ভুল, ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী! আচমকা কী অন্যায় করলেন অমিতাভ বচ্চন?

যৌন নির্যাতনের অভিযোগে গোয়ায় গ্রেফতার ‘আজ কি রাত’ কোরিওগ্রাফার জানি মাস্টার

‘লরেন্স বিষ্ণোইকে পাঠাব…’, ছেলে দেশে নেই, কোপ পড়ল বাবার উপর, এবার সেলিম খানকে হত্যার হুমকি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর