এই মুহূর্তে




‘৫ অগস্ট আমরাই পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছি’, হাসিনার অভিযোগকে মান্যতা দিলেন জামায়াত সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সমস্ত দেশই পথ নিরাপত্তার কথা বলেন। রাস্তায় বের হলে দুই চাকার গাড়ির ক্ষেত্রে হেলমেট পড়ার কথা বলে বারবার সতর্ক করেন ট্রাফিক পুলিশরা। হেলমেট না পরায় মোটরসাইকেল আরোহীদের দাঁড়তে বলায় হুমকির সম্মুখীন হলেন খোদ ট্রাফিক পুলিশ সর্জেন্ট। অভিযুক্তরা হুমকি দিয়ে বললেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তরায়।

জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে উত্তরার বিএনএস সেন্টার এলাকায়। হেলমেট না পরায় মোটরসাইকেল আরোহীকে থামালে হুমকি দেওয়া হয়। ঘটনার পরেই অভিযুক্ত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করেছে। ঘটনার কথা জানিয়েছেন ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মহম্মদ মাহবুবুর রহমান । অভিযুক্ত ব্যক্তিদের রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মহম্মদ মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম নামে চিহ্নিত করা হয়েছে।

অভিযোগ, ট্রাফিক সার্জেন্ট জনাব আলী বুধবার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় তাঁর দায়িত্ব পালন করছিলেন। সেই সময়ে বিনা হেলমেটে দুই ব্যক্তি আসার সময়ে তাঁদের গাড়ি আটকানো হয়। আইন না মানার কারণে ট্রাফিক সার্জেন্ট মামলা দায়ের করেন। সেই সময়ে মোটরসাইকেলচালক সাদিকুর রহমান ও আরোহী মহম্মদ আব্দুর রহিম কর্তব্যরত সার্জেন্ট জনাব আলীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। সেই সময়েই হুমকি দিয়ে বলা হয়, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’ সার্জেন্ট জনাব আলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেতার করে বলেই জানিয়েছেন এসি মাহবুবুর রহমান। ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় চালক ও আরোহীকে। তার পরেই আদালত দুই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আরব আমিরাত

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ