এই মুহূর্তে

গণহত্যাকারী জামায়াতকে বিজেপির সঙ্গে তুলনা ইউনূসের বিদেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষকের ভূমিকা পালন করেছিল জামায়াতে ইসলামী। পাক হানাদার বাহিনীর দোসর হিসাবে নরহত্যা সংগঠিত করেছিল। সেই জামায়াতে ইসলামীর ভূয়সী প্রশংসা করলেন মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জামায়াতকে বিজেপির সঙ্গে তুলনা করে বলেছেন, ‘একসময় বিজেপির সংসদে মাত্র দুটি আসন ছিল। সেই বিজেপিই অনেক দিন পর বৃহত্তম দল হয়ে ওঠে। একই দল সংখ্যাগরিষ্ঠ সরকার নিয়ে ফিরে আসে। ঠিক তেমনই জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কোটি-কোটি মানুষ তাদের সমর্থন করেন। তাদের জনপ্রিয়তার ভিত্তি রয়েছে। আপনি তাদের মতামত পছন্দ নাও করতে পারেন, কিন্তু তারা একটি রাজনৈতিক দল এবং তাদের নিজস্ব মতাদর্শ আছে।’

ইউনূস জমানায় বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন যজ্ঞ চলছে। ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে মেরে লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনাকে তখন সমর্থন জানিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সাক্ষা‍ৎকারে ফের হিন্দু নিধন যজ্ঞকে ছোট ঘটনা বলে আখ্যা দিয়েছেন। উল্টে ভারতের বিদেশ মন্ত্রককে বাংলাদেশে চলা হিন্দু নিধন যজ্ঞ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। ইউনূসের বিদেশ উপদেষ্টার কথায়, ‘ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত।  ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া, ঠিক যেমন আমরা আমাদের সংখ্যালঘুদের যত্ন নিই।’

পড়শি হলেও ভারত যে বর্তমান বাংলাদেশের প্রধান শত্রু তা নিয়েও কোনও রাখঢাক রাখেননি ইউনূসের বিদেশ উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ ভারত সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে যে মনোভাব পোষণ করেন (অর্থা‍ৎ দিল্লি শত্রু) তাকে সমর্থন করি।’ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর বাড়বাড়ন্তে যে তিনি খুশি, তাও লুকোননি ইউনূসের বিদেশ উপদেষ্টা। বরং একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সমর্থন করে বলেছেন, ‘একসময় বিজেপির সংসদে মাত্র দুটি আসন ছিল। সেই বিজেপিই অনেক দিন পর বৃহত্তম দল হয়ে ওঠে। একই দল সংখ্যাগরিষ্ঠ সরকার নিয়ে ফিরে আসে।’

পাকিস্তানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে দাবি করে তৌহিদ বলেছেন, ‘পূর্ববর্তী শাসনামলে (শেখ হাসিনা জমানায়) ইচ্ছাকৃতভাবে সম্পর্ক নষ্ট করা হয়েছিল। তার আগে আমাদের মধ্যে ভাল সম্পর্ক ছিল।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেড় বছর আগেই মৃত, বাংলাদেশের ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন ‘ভূত’ শিক্ষক

‘দিল্লি-পিন্ডি নয়’, প্রথম নির্বাচনী সভায় ভারত-পাকিস্তানকে হুঁশিয়ারি খালেদা পুত্রের

পেটে ভাত জোটে না সিংহ ভাগের, সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, উদ্ধার ওপার বাংলার ১২ জন

ইসলামি জঙ্গিদের নিশানায়, বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরাচ্ছ দিল্লি

জালিয়াতি করে পৈতৃক সম্পত্তি হাতানোর দায়ে ‘প্রথম আলো’র মালকিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ