এই মুহূর্তে

হিযবুত জঙ্গি হাদির ভাইকে ব্রিটেনে দূত হিসাবে নিয়োগ দিল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের ইসলামি জঙ্গি প্রীতির আরও এক নিদর্শন মিলল। পাক জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের বাংলাদেশি শাখার প্রধান শরিফ ওসমান হাদির ভাই তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা ওমর বিন হাদিকে ব্রিটেনের বার্মিংহামে বাংলাদেশের সহকারী দূতাবাসের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও জঙ্গিকে বিদেশে দূত হিসাবে নিয়োগ দেওয়া হল। তদারকি সরকারের এমন নির্দেশে কার্যত ফুঁসছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। একাধিক আধিকারিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দূতাবাসগুলিকে কি জঙ্গি ডেরা হিসাবে গড়ে তোলা হচ্ছে?’ বিদায় নেওয়ার মাত্র এক মাস আগে হাদির ভাইকে নিয়োগ দেওয়ার পিছনে বাংলাদেশকে তালিবান রাষ্ট্রে পরিণত করতে চাওয়া ইউনূসের অন্য উদ্দেশ রয়েছে বলে মনে করছেন তাঁরা।

শেখ হাসিনা জমানার পরেই বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান ঘটেছিল জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যতম নেতা শরিফ ওসমান হাদির। পরে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখার প্রধানের দাথিত্ব পান তিনি। ইনকিলাব মঞ্চ নামে এক জঙ্গি সংগঠন তৈরি করে ভারতে নাশকতা চালানোর চেষ্টা চালিয়েছিল। প্রকাশ্যেই সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করার হুমকি ছেড়েছিলেন। গত ১২ ডিসেম্বর ভোট প্রচারে গুলিবিদ্ধ হয়েছিলেন। ভারতের শত্রুকে বাঁচাতে চেষ্টার কোনও কসুর রাখেনি পাকিস্তানপ্রেমী ইউনূস সরকার। এয়ার অ্যাম্বুলান্সে চাপিয়ে পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। তবে শেষ রক্ষা হয়নি। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজেকে দাবি করা হাদি চলে গিয়েছিলেন না ফেরার দেশে।

হিযবুত তাহরীর জঙ্গিকে বাঁচাতে না পারায় প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন ইসলামি জঙ্গিদের গডফাদার মোল্লা ইউনূস। তাই এবার লেখাপড়া না জানা হাদির ভাইকে ব্রিটেনে দূত হিসাবে নিয়োগ করে খানিকটা সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউনূসের অধীনে থাকা জনপ্রশাসন মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওমর বিন হাদিকে তিন বছরের চুক্তির ভিত্তিতে ব্রিটেনের বার্মিংহামে  বাংলাদেশ সহকারী দূতাবাসের দ্বিতীয় সচিব হিসাবে নিয়োগ করা হল।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি হাদির ইনকিলাব মঞ্চের

‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’, বলেই কিশোরকে মারধর বাংলাদেশি তালিবানিদের

জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল যুগলকে

ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ