এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দ্বীপান্বিতা অমাবস্যায় কঙ্কালীতলায় মহাকালী রূপে ও তারাপীঠে শ্যামা রূপে চলছে পুজো

নিজস্ব প্রতিনিধি: আজ দীপান্বিতা অমাবস্যা, রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজিত হচ্ছেন মা কালী। ভোরবেলা থেকেই দক্ষিণেশ্বর ও কালীঘাটে পুজো শুরু হয়েছে। বীরভূমের দুই তীর্থক্ষেত্র তারাপীঠ ও কঙ্কালিতলায় চলছে মায়ের আরাধনা। আজকের দিনে তারাপীঠে মা তারাকেই শ্যামা রূপে পুজো করা হয়। সকাল বেলাতেই ৮০ কিলো দুধে দেবাদিদেবকে স্নান করানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। হয়েছে মঙ্গলারতি, চলছে পুজো। করোনা বিধি মেনেই ভক্তদের ঢল নামছে তারাপীঠের মায়ের মন্দিরে। আজ সন্ধ্যায় নিয়ম মেনেই হবে আরতি ও নিশিপুজো। মা তারাকে অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, শোলা ও ফুল মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়। এরপর শুরু হয় মঙ্গলারতি। দেওয়া হয় শীতলভোগ।

সন্ধ্যারতির আগে ফের মা তারাকে ফুল মালা, ডাকের সাজে সাজানো হয়। শ্যামা পুজোয় নাটোরের পুরোহিত এবং মন্দিরের পালাদার সেবাইত পুজোয় বসেন। একদিকে চণ্ডীপাঠ আর অন্যদিকে চলে পুজো। সবশেষে মাকে পুনরায় ভোগ নিবেদন করা হয়। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস, মদ, পোড়া শোল মাছ, পাঁচ রকম ভাজা, মিষ্টি, পায়েস দেওয়া হয় তারা মাকে। এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে তারাপীঠে। মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ কালী পুজোর দিনে সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলে। সারারাত মোমবাতি আর মাটির প্রদীপে আলোকময় হয়ে থাকে শ্মশান চত্বর। রাতভোর চলে যজ্ঞ।

অপরদিকে কোপাই নদীর তীরে বোলপুরে কঙ্কালীতলা মন্দিরে চলছে পুজো। ৫১ সতী পীঠের মধ্যে অন্যতম হল কঙ্কালীতলা। এখানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। কঙ্কালীতলায় মহাকালী রূপে পূজিত হন দেবী। সেখানে রয়েছে এক বিরাট কুণ্ড, মায়ের স্নানের জল ওই জায়গা থেকেই তোলা হয় বলে জানা গিয়েছে। সকাল থেকেই রয়েছে ভিড়। কিন্তু প্রশাসন ও মন্দির কমিটির তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। পুজো শুরু হয়েছে মন্দিরে। দুপুরেই মাকে অন্নভোগে দেওয়া হবে ৫ রকমের ভাজা, ডাল, ফ্রায়েড রাইস, বাঁধাকপির তরকারি, চাটনি ও পায়েস। সন্ধ্যায় শ্যামা মায়ের বিশেষ পুজো রয়েছে মন্দিরে। যদিও ভিন্ন মত রয়েছে, সাধারণত বলা হয় কঙ্কালীতলায় দেবীর কাঁকাল পড়েছিল আবার আরেকটি মত অনুযায়ী, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ। এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ। ভৈরব রুরু নামে পূজিত হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গন ভাইফোঁটার পরিকল্পনা নিয়েছে বসিরহাটের ‘নবোদয় সংঘ’

বনগাঁ থানার এবারের কালীপুজোর থিম ‘ কৈলাস পর্বতে মহাদেব’

বাঁকুড়ার সাঁতরা বাড়ির “বড় বৌমা” পূজিত হলেন মা কালীর রূপে

নৈহাটির বড়মার পুজোয় ভক্তদের ভিড়

তারাপীঠে সারারাত খোলা থাকছে গর্ভ গৃহের দরজা

মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উপবাস, নিজের হাতে রান্না করলেন ভোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর