24ºc, Haze
Thursday, 23rd March, 2023 2:10 am
নিজস্ব প্রতিনিধি: থিমের প্রতিমায় শব্দ দূষণ প্রতিরোধের বার্তা। অভিনব এই উদ্যোগে চমক লাগালেন মৃৎশিল্পী সুশান্ত সরকার। প্রায় দশ হাজারের বেশি বাজি পটকা দিয়ে তৈরি করছেন দুর্গা বিগ্রহ। প্রতিমার মাটির প্রলেপের ওপরে থাকছে আতসবাজির কারুকার্য। এমনকি দেবী দুর্গা থেকে গনেশ,কার্তিক,লক্ষ্মী, সরস্বতীর সাজ হচ্ছে বিভিন্ন প্রকারের আতসবাজি দিয়ে। তুবড়ি, চরকি, রকেট, চকলেট বোমা সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। দুর্ঘটনা এড়াতে সমস্ত বাজি থেকে বারুদ বার করে নেওয়া হয়েছে অবশ্য। মালদা শহরের হাটখোলা সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে এবারে দেখা যাবে এই আতসবাজির দেবী।
শব্দবাজি নিষিদ্ধ। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হয়ে থাকে এই সম্পর্কে। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা। আতসবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সঙ্গে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়ে থাকে। বিভিন্ন উৎসব, পুজো ও অনুষ্ঠানে তারপরেও ব্যাপক হারে শব্দবাজি পোড়ানো হয়। বিশেষ করে কালিপুজোয় বেশি বাজি পটকা পোড়ানো হয়। এমনকি দুর্গাপুজোতেও এখন ব্যাপক হারে আতসবাজি পোড়ানো হয়। শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এই অভিনব চিন্তা।
‘নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা’। এই থিমের মাধ্যমে আতসবাজির ক্ষতির দিকগুলোকেও তুলে ধরা হবে। প্রতিমার পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন সচেতনতার বার্তা তুলে ধরা হবে এই মডেলের মধ্য দিয়ে। এখন চলছে সেই প্রতিমা তৈরির কাজ। প্রতিবছর নিত্য নতুন থিমের প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের চমক দিয়ে থাকেন মৃৎশিল্পী সুশান্ত সরকার। এই বছরেও দর্শনার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই অভিনব প্রতিমা তৈরি করছেন। তিনি আশাবাদী মানুষের কাছে আকর্ষণীয় হবে তাঁর এই অভিনব প্রচেষ্টা।