এই মুহূর্তে




জানেন কীভাবে রাঁধতে হয় ‘নিরামিষ মাংস’?

নিজস্ব প্রতিনিধি:  ‘নিরামিষ মাংস’ কথাটা শুনতে কানে বাজে। প্রশ্ন ওঠে মাংস আবার নিরামিষ হয় নাকি। পেঁয়াজ, আদা রসুন ছাড়া রান্না হলেই সেটাকে নিরামিষ পর্যায়ে ফেলা হয় এমনটা নয়। হেঁসেলে থাকা মুসুর ডালকেও ফেলা হয় আমিষের আওতায়। তবে আগে অষ্টমীর পর বা বহু পুজো-পার্বণে পাঁঠাবলি দেওয়া হতো। সেটাকেই রান্না করা হত পেঁয়াজ, আদা রসুন ছাড়া । যে রান্নার কৌশল একেবারে আলাদা। অনেকেই ভাবতে পারেন পেঁয়াজ, আদা রসুন ছাড়া হয়ত টেস্ট ভালো হবে না মাংসের। তবে তা কিন্তু একেবারেই নয়। এই মাংস রাঁধার কৌশল একেবারেই আলাদা এবং খেতেও হয় সুস্বাদু। জেনে নিন কীভাবে করবেন ‘নিরামিষ মাংস’।

উপকরণ: ১ কেজি কচি পাঁঠার মাংস, ৫ টেবিল চামচ টক দই, ৩-৪টি তেজপাতা, ১ ইঞ্চি দারচিনি, ৪টি ছোটো এলাচ, ১টি বড় এলাচ, ৪টি লবঙ্গ , ১/২ চা চামচ হিং, ৪ চা চামচ আদাবাটা, ২ চা চামচ হলুদ গুঁড়ো,২ চা চামচ জিরে গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ৫-৬ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ২-৩ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ৪ টেবিল চামচ সর্ষের তেল, ৫ টেবিল চামচ ঘি, স্বাদমত নুন, সামন্য চিনি।

পদ্ধতি: প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। তারপর একটি বাটিতে দই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। যোগ করুন অল্প সর্ষের তেল। ওই পাত্রেই এবার জল ঝাড়ানো মাংস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন দুই থেকে তিন ঘণ্টা। এই কাজ রাতের বেলায় করে ফ্রিজে রাখলে আরও ভালো। এরপর একটি কড়াইতে ঘি গরম করে তার মধ্যে সামান্য চিনি দিন। চিনি গলে গেলে তাতে ফোড়ন হিসেবে দিন তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নের সুগন্ধ উঠলে তাতে আদা বাটা ও হিং দিয়ে নাড়তে থাকুন। এরপর তাতে যোগ করুন ম্যারিনেট করা মাংস। দিন স্বাদ অনুযায়ী নুন। এরপর খুব ভালো করে কষান। যতক্ষণ না মাংস থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কষাতে থাকুন। এরপর  অল্প গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে সেদ্ধ হতে দিন মাংস । মাঝে মাঝে প্রয়োজন মতো গরম জল দিয়ে মাংসটা হালকা নাড়াচাড়া করে নিন। তাহলেই রেডি ‘নিরামিষ মাংস’

 

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বাদ বদলে গরম ভাতের সঙ্গে রাখুন ‘লঙ্কাপোড়া রুই’, জেনে নিন রেসিপি

সন্ধ্যার চায়ের পার্টি জমিয়ে দেবে রাজস্থানের কলমি বড়া

পুজোয় অতিথিদের মন ভোলাতে শেষ পাতে রাখুন ভাপা দই, বানাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট

ঝোল-ঝাল-কষা ছেড়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের ডিমের শাঁসরাঙা

পুজোয় বাড়িতে বন্ধুদের নিয়ে বিকেলের আড্ডায় থাকুক চিজি এগ ললিপপ

এই পাঁচ উপায়ে বাড়িতেই বানান দোকানের মতো নরম তুলতুলে কাবাব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ