এই মুহূর্তে




করোনা নয়, জলাতঙ্কের টিকা দিলেন স্বাস্থ্যকর্মী! পরে সাসপেন্ড

 

নিজস্ব প্রতিনিধি: করোনার হাত থেকে বাঁচার জন্য টিকাকরণ হল মূল হাতিয়ার। টিকার উপর ভরসা করেই করোনার সঙ্গে লড়াই চলছে সাধারণ মানুষদের। কিন্তু সেই টিকাকরণের ক্ষেত্রে ভুলভ্রান্তির ঘটনায় জেরবার চিকিৎসা ব্যবস্থা। আর সেইরকমই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। এক ব্যক্তিকে করোনার টিকা দেওয়ার জায়গায় র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। থানে পুরসভার তরফে জানানো হয়েছে, গত সোমবার কালওয়ার ব্যক্তি রাজকুমার যাদব এক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিল করোনার টিকা নিতে। সেই সময় এক স্বাস্থ্যকর্মী তাঁকে কুকুর কামড়ানোর অর্থাৎ জলাতঙ্ক প্রতিরোধের প্রতিষেধক দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনের তরফে বরখাস্ত করা হয়েছে ওই স্বাস্থ্যকর্মীকে।

প্রাথমিক ভাবে ব্যক্তিটি বুঝতে না পারলেও স্বাস্থ্যকর্মীটি নিজের ভুল বুঝতে পারেন। আর সেই কারণেই র‍্যাবসি ভ্যাকসিন পাওয়া ব্যক্তিটিকে সত্যিটা জানান। আর তারপরেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন রাজকুমার যাদব। তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর নামে পুরসভায় অভিযোগ জানায়। আর এই অভিযোগের ভিত্তিতেই বরখাস্ত করা হয় স্বাস্থ্যকর্মীটিকে। পুরসভার তরফে জানানো হয়েছে, ব্যক্তিটি সুস্থ রয়েছেন। শুধু আতঙ্কিত হয়ে সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। থানে পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘গত সোমবার রাজকুমার যাদব নামের এক ব্যক্তি কালওয়া পূর্বের এক স্বাস্থ্যকেন্দ্রে যান। কোভিশিল্ড দেওয়া হচ্ছে কিনা খোঁজ নেন। স্বাস্থ্যকেন্দ্রে থাকা কর্তৃপক্ষরা জানান, পাওয়া যাবে। তখনই কোভিশিল্ড-এর টিকার কূপন দেওয়া হয় ও তাঁকে অপেক্ষা করতে হয়। কিন্তু ব্যক্তিটি ঠিক কীসের টিকা নিতে এসেছেন কূপন না দেখেই জলাতঙ্কের প্রতিষেধক দিয়ে দেওয়া হয়।’

নার্স ও স্বাস্থ্যকর্মী দু’জনকেই বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। টিকা প্রাপক ব্যক্তিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ