21ºc, Haze
Wednesday, 1st February, 2023 10:25 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুদীর্ঘ কয়েক বছর বাদে করোনার দৈনিক সংক্রমণ নামল একশোর নীচে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যাও হ্রাস পেয়েছে অনেকটাই। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১,৯৩৪। তবে দৈনিক সংক্রমণ ও সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেলেও মৃত্যুর খবর কিছুটা হলেও উদ্বেগের মধ্যে রাখল। বিশেষ করে পরিস্থিতি যেহেতু আর আগের মতো না হওয়া এই মৃত্যু সামান্য হলেও উদ্বেগ তৈরি করল। গত ২৪ ঘণ্টায় (রবিবার, ২৩.০১.২৩ সকাল আটটা থেকে সোমবার, ২৪.০১.২৩, সকাল আটটা পর্যন্ত) করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। দুইজনের একজন কেরলের বাসিন্দা, অপরজন উত্তরপ্রদেশের। দৈনিক পজিটিভিটি রেট বর্তমানে ০.১১ শতাংশ এবং সাপ্তাহিক ০.০৮ শতাংশ।
করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও এক লাফে অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার, ২৩.০১.২৩ সকাল আটটা থেকে সোমবার, ২৪.০১.২৩, সকাল আটটা পর্যন্ত) করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যা শতাংশের হিসেবে প্রায় একশোর কাছাকাছি (৯৮.৮১ শতাংশ)। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল ৪, ৪১, ৪৯, ৩৪৬। সংক্রমণ হ্রাস পেলেও টিকাকরণ প্রক্রিয়া অব্যাহত।
দৈনিক সংক্রমণ এক ধাক্কায় একশোর নীচে নেমে যাওয়া স্বস্তিতে সকলে। চিকিৎসকেরা জানিয়েছে, বিধিনিষেধ মেনে চললে অল্প দিনের মধ্যে সংখ্যাটা শূন্যে পৌঁছবে।
আরও পড়ুন আচমকাই বাড়ল করোনার অ্যাক্টিভ কেস, মৃত তিন