এই মুহূর্তে




পুরনো শত্রুতার জেরে গণপিটুনির শিকার, ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন তরুণ ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: পুরোনো শত্রুতা, সহিংস আক্রমণের শিকার হয়ে মৃত্যু হল মুম্বইয়ের একজন উঠতি ক্রিকেটার কিশোর ভারকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। জানা গিয়েছে, গত পাঁচ দিন ধরে তিনি একটুও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু রবিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মুম্বই পুলিশ হত্যার চেষ্টার অভিযোগে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, গত ৮ অক্টোবর মধ্যরাতে নভি মুম্বই য়ের সেক্টর-২১-এ এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পূর্বের একটি বিরোধ মেটানোর জন্য অজুহাতে অভিযুক্ত বিক্রম ওরফে ভিকি শত্রুঘ্ন পাতিল, আশুতোষ ধ্রুবে নামক এক যুবককে তাঁর বাড়িতে ডেকে নেন।

এরপর আশুতোষ ধ্রুবে, তার বন্ধু কিশোর ভারক এবং ভিকি কাম্বলেকে নিয়ে পাতিলের বাড়িতে যান। আর সেখানে যেতেই পাতিল, তার স্ত্রী চারুশীলা এবং তাদের সহযোগী সংকেত লাড, ওমকার ওয়াঘমারে, বেদান্ত ওরফে বিশ্বেশ ঘরত, জাকিল শেখ এবং মৌলালি ওরফে মৌলা ভান্ডার ক্রিকেট ব্যাট, ফাইবার রড এবং পাথর দিয়ে তিনজনের উপর আক্রমণ করেন। এই ঘটনায় ভারকের মাথায় গুরুতর আঘাত লাগে, আশুতোষের একটি হাত ভেঙে যায় এবং কাম্বলের পাঁজরে আঘাত লাগে। তড়িঘড়ি উঠতি ক্রিকেটার কিশোর ভারককে এমজিএম হাসপাতালে নিবিড় পরিচর্যায় ভর্তি করানো হয়। কিন্তু তাঁকে সুস্থ করা যায়নি। তিনি রবিবার মারা যান।

যদিও কিশোরের চিকিৎসার সাহায্যের জন্যে তার বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। এই ঘটনায় এপিএমসি থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, “কিশোর ভারকের মৃত্যুর ঘটনায় আমরা এখনও পর্যন্ত ছয় অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছি। আরও তদন্ত চলছে। সকল অভিযুক্ত আমাদের হেফাজতে রয়েছে।” সঙ্গমেশ্বর তালুকের একটি গ্রামের বাসিন্দা, কিশোর ভারক তাঁর বাবা-মা, ভাইয়ের সঙ্গে তুর্বে সেক্টর-২১-এ থাকতেন। ক্রিকেট খেলার দক্ষতার জন্য তিনি পরিচিত ছিলেন, তাঁকে প্রায়শই কমিউনিটি টুর্নামেন্টে স্থানীয় দলের প্রতিনিধিত্ব করতে দেখা যেত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ