নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বিজেপি শাসিত হরিয়ানায় মহিলাদের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে ঠেকেছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে তিন মহিলাকে গণধর্ষণ করল চার নরপিশাচ। গণধর্ষণের পরে বাড়ি থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা যায়নি। ঘটনাটি ঘটেছে পানিপতের মতলৌড়ায়। ওই একই গ্রামে অন্য একটি গ্রামে পরিবারের কর্তাকে বেঁধে রেখে সর্বস্ব লুঠ করেছে ডাকাতরা। বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রী।
মতলৌড়া থানার স্টেশন হাউস অফিসার বিজয় জানিয়েছেন, গত বুধবার রাতে আচমকাই গ্রামের একটি বাড়িতে হানা দেয় চার জনের এক ডাকাত দল। বাড়ির সদস্যদের বেঁধে রেখে তাদের চোখের সামনেই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তিন মহিলাকে গণধর্ষণ করে। তার পরে ডাকাতি করে নির্বিঘ্নে চম্পট দেয়। গণধর্ষিতা তিন মহিলাকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার দুষ্কৃতীর চেহারার বর্ণনা শুনে স্কেচ তৈরি করা হচ্ছে।
সেই রাতেই গ্রামের যে বাড়িতে গণধর্ষণ সংগঠিত হয়েছে তার এক কিলোমিটার দূরের এক বাড়িতে ডাকাতি হয়। বাধা দিতে গিয়ে প্রাণ হারান এক মহিলা সদস্য। দুই ঘটনার পিছনে একই ডাকাত দল জড়িত বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।