নিজস্ব প্রতিনিধি, ভোপাল: একসঙ্গে করোনায় আক্রান্ত ৩০ জন সেনা অফিসার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মধ্য প্রদেশের আর্মি ওয়ার কলেজ।
একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, কয়েকজনের শরীরে করোনা সংক্রণের লক্ষ্মণ দেখা দেওয়ায় শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। তার আগের দিন পাঁচজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের রিপোর্টও পজিটিভ আসে। একসঙ্গে ৩০জন আক্রান্ত হওয়ায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৩০জনের সংস্পর্শে আর কারা এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সেনা কলেজের প্রশাসক কর্নেল এক কে মোহান্তি ( কম্যান্ডান্ট-অ্য়াডমিনিস্ট্রেশন) জানিয়েছেন, বেশ কয়েকজনের শরীরে করোনার লক্ষ্মণ দেখা দেওয়ায় তাদের শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগৃহীত নমুনার মধ্যে বৃহস্পতিবার ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। তার আগের দিন নেওয়া কয়েকজনের নমুনার মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ। একসঙ্গে এতজন করোনায় আক্রান্ত হওয়ায় আর্মি ওয়ার কলেজ আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন খালি করে দিতে বলা হয়েছে। কলেজে আপাতত স্যানিটাইজেশনের কাজ চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আক্রান্তদের আইশোলেসনে রাখা হয়েছে। একসঙ্গে একজন করোনায় আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উল্লেখ করা যেতে পারে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১, ৩৮২। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ হাজার ৩৮২ জনআক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩২,৫৪২ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ৩১৮। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮। টিকাকরণ হয়েছে ৮৪ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ জনের।