এই মুহূর্তে




আচমকা লক হয়ে গিয়েছিল দরজা, গাড়ির ভিতরে শ্বাসরোধ হয়ে মৃত্যু ৪ শিশুর




নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ: মর্মান্তিক ঘটনা অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার দ্বারপুডি গ্রামে। লক থাকা গাড়ির ভেতরে আটকা পড়ে মৃত্যু হল চার শিশুর। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

খবর অনুসারে, রবিবার সকালে ওই চার শিশু খেলতে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। সারা দিন ধরে খোঁজাখুঁজি করেন বাবা-মা। কিন্তু বহু খুঁজেও চার শিশুর দেখা পাওয়া যায়নি।

শিশুরা খেলার ছলে গ্রামের ওম্যান কমিউনিটি অফিসের কাছে  পার্ক করা একটি গাড়িতে ঢুকে পড়ে। দুর্ঘটনাক্রমে দরজা বন্ধ হয়ে যায়। তখনই ঘটে দুর্ঘটনাস। গাড়ির ভেতরে অক্সিজেনের অভাবে শিশুরা দম বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বাঙ্গি বুচিবাবু এবং ভবানীর ছেলে ৮ বছরের উদয় ছিল গাড়ির মধ্যে। স্থানীয় বুরলু আনন্দ এবং উমার দুই সন্তান চারুমতী (৮) এবং চারিষ্মা (৬)। মারা গিয়েছে কান্দি সুরেশ এবং অরুণার মেয়ে মনস্বিনীও।

অন্ধ্রপ্রদেশের এমএসএম-ই মন্ত্রী কোন্ডাপল্লি শ্রীনিবাস বলেছেন যে এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানা গিয়েছে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য শিশুরা এসেছিল সেখানে। তাদের মধ্যে পাঁচ জন শিশু খেলা করছিল। চারজন গাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। তখন কোনওভাবে গাড়িটি লক হয়ে যায়।  ভিতরে অক্সিজেনের অভাব ঘটে শ্বাসরোধ হয়ে মারা যায় সে।

কোন্ডাপল্লি শ্রীনিবাস আশ্বস্ত করেছেন যে সরকার বিষয়টির জন্য অত্যন্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি তিনি অভিভাবকদের পরামর্শ দেন সন্তানদের দিকে নজর দেওয়ার জন্য। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেইজন্য প্রার্থনা করেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ভরি সোনা, আশি হাজার টাকা, আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের স্বেচ্ছাসেবক কর্মী এয়ার ক্র্যাশেও হিরো

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ