এই মুহূর্তে




পটনা স্টেশনের কাছে হোটেলে আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার পটনা রেল স্টেশনের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে ছয় জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৩০ জন।  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিন পটনায় কোতওয়ালি পুলিশ স্টেশনের কাছে গোলামবারে একটি হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। একটি হোটেলে আগুন লাগার পর সেটি আরও একটি হোটেলে ছড়িয়ে পড়েছে। হোটেলের কাছে থাকা চার চাকা ও দুই চাকার গাড়িতেও আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনটি মৃতদেহকেই হোটেল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। দমকলের ৭ থেকে ৮টি ইঞ্জিন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল শোভা আহকার জানিয়েছেন, ৪৫ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কিন্তু কি কারণে হোটেলে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। হোটেলে যে নিরাপত্তা বিধি মেনে চলা উচিত, সেই নিরাপত্তা বিধি মানা হয়নি। কেন এই নিরাপত্তা বিধি মানা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

‘অপারেশন সিঁদুর’ শুধু ট্রেলার, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান’, হুঙ্কার রাজনাথের সিংহ

২ বছর বেতন বকেয়া! সরকারি দফতরের সামনেই আত্মঘাতী কর্ণাটকের এক জলকর্মী

ওড়িশায় ধর্ষণের শিকার ভিনরাজ্যের কিশোরী, রক্তাক্ত অবস্থায় নিজেই গেল হাসপাতালে

‘সম্মানহানির কারণেই মেয়েকে খুন’, চার্জশিটে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবার ভয়ঙ্কর স্বীকারোক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ