28ºc, Haze
Friday, 24th March, 2023 9:23 pm
নিজস্ব প্রতিনিধি, ধানবাদ: শহরের প্রাণকেন্দ্র শক্তি মন্দিরের পাশে এক বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মহিলা, শিশু সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক বাসিন্দা। তাছাড়া আবাসনের ভিতরে আটকে পড়েছেন অসংখ্য বাসিন্দা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ধানবাদের ব্যাঙ্ক মোড় থানার জোড়া ফটক রোডের শক্তি মন্দিরের পাশে অবস্থিত বহুতল আবাসন আশীর্বাদ টাওয়ারের তিন তলায় গ্যাস সিলিন্ডার ফেটে আচমকাই আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বিভিন্ন ফ্ল্যাটে। আতঙ্কিত হয়ে পড়েন আবাসনে থাকা বাসিন্দারা। বিশেষ করে উপরের তলা গুলিতে থাকা বাসিন্দারা আটকে পড়েন। অনেকেই প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দেন।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত বিধ্বংসী আগুনে আট জন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড তেজের কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। শেষ পর্যন্ত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে। ভয়াবহ আগুনের খবর পেয়ে আবাসনে থাকা পরিবারের আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।