-273ºc,
Friday, 2nd June, 2023 9:34 pm
নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: ঘরবাড়ির মায়া ত্যাগ করে সোজা আদালতে গিয়ে হাজির হলে বাঘমশাই। তাঁর এই আচমকা হাজিরার আদালত হৈচৈ। খবর পেতেই দে দৌড়। দৌড় দিতে পারেনি একজন। তাকে বাঘমামা একটু আদর করেছে। এক আইনজীবীও জখম । আদালতে বাঘের হাজিরার খবর পশু দফতরের কর্মীরা দ্রুত আদালতে পৌঁছন। ঘুম পাড়ানি ওষুধ দিয়ে বাঘটিকে ঘায়েল করে তাকে আবার খাঁচায় বন্দি করে নিয়ে যায়। রাতে বাঘটিকে ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল গাজিয়াবাদের একটি নিম্ন আদালতে। আদালতের কাজ কর্ম সবে শেষ হয়েছে। কয়েকিট মামলা বিকেল হওয়ার আগেই শেষ হয়ে যায়। কয়েকটি মামলার শুনানি শেষ হতে বেলা গড়ায়। যদিও সকালের মতো ব্যস্ততা দুপুরের পর আর ছিল না। ঘড়িতে তখন সওয়া চারটে। আচমকাই একজনের চোখে পড়ে আদালতের মূল দরজা দিয়ে বেশ গম্ভীরভাবে তিনি ঢুকছেন। অমনি চিৎকার। বাঘ এসেছে না আসেনি, তা আর পরীক্ষা করার ইচ্ছে কারও ছিল না। তখন প্রাণ বাঁচাতে ঘর খোঁজা। প্রত্যদর্শী কয়েকজন জানিয়েছেন, এক আইনজীবী সাহস করে হাতে মোটা লাঠি নিয়ে বাঘটিকে তাডাতে গিয়েছিলেন। তাতে বাঘ মশাইয়ের মেজাজ যায় বিগড়ে। আইজীবীকে কালো কোর্ট ধরে টানা মারেন। তারপর যা হওয়ার সেটাই হয়েছে। আইনজীবী তখন পালাতে পারলে বাঁচে। খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। তারা আদালতে গিয়ে বাঘটিকে খাঁচায় বন্দি করে। রাতে এই অতিথিকে ঘন জঙ্গলে ছেড়ে আসা হবে।