নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে অ্যাপলের আই ফোন-১৫ বিক্রি। ভারত, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের ৪০টি দেশে একইসঙ্গে শুরু হচ্ছে বিক্রি। অ্যাপলের নয়া সংস্করণের ফোন কেনার জন্য ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। নয়া সংস্করণের ফোনের বিভিন্ন মডেলের দাম ইতিমধ্যেই ঘোষণা করেছে অ্যাপল কর্তৃপক্ষ। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭৯ হাজার ৯০০ টাকা। আর সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১,৫৯,৯০০ টাকা। দিল্লির সাকেতে অবস্থিত অ্যাপলের নিজস্ব শোরুমের বাইরে নয়া ফোনের অর্ডার দিতে ইতিমধ্যেই ক্রেতাদের ব্যাপক লাইন পড়েছে।
গত কয়েক মাস আগেই আই ফোন-১৫ সংস্করণ বাজারজাত করার ঘোষণা করেছিল অ্যাপল কর্তৃপক্ষ। আর তার পর থেকেই শুরু হয়েছিল অপেক্ষার প্রহর গোনা। নয়া ফোনের কত দাম রাখা হবে তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। অনেকেরই আশঙ্কা ছিল, ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে দাম। তবে সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখা হয়েছে দাম।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আই ফোন-১৫’র ১২৮ জিবির মডেলের দাম ৭৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর আই ফোন ১৫ প্লাসের দাম শুরু হচ্ছে ৮৯ হাজার ৯০০ টাকা থেকে। আই ফোন ১৫ প্রো’ ১২৮ জিবির দাম শুরু হচ্ছে ১,৩৪,৯৯০ টাকা থেকে। আই ফোন প্রো ম্যাক্স ২৫৬ জিবির দাম শুরু হচ্ছে ১,৫৯,৯৯০ টাকা থেকে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অনলাইনে আই ফোন-১৫ বিক্রির অর্ডার নেওয়া হবে।