এই মুহূর্তে




 জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ভাই, ‘নৈতিক’ কারণে ইস্তফা অসমের মুখ্য তথ্য কমিশনারের

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের ‘রহস্যজনক মৃত্যুর’ ঘটনায় গ্রেফতার হয়েছে ছোট ভাই শ্যামকানু মহান্ত। তাই নৈতিক কারণে অসমের মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন পুলিশ কর্তা ভাস্করজ্যোতি মহান্ত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ভাইকে বাঁচানোর অভিযোগ যাতে না ওঠে সেই কারণেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি।’

অসম পুলিশের ডিজির পদ থেকে অবসরের পরেই ২০২৩ সালে মুখ্য তথ্য কমিশনার পদে যোগ দিয়েছিলেন দাপুটে পুলিশ আধিকারিক ভাস্করজ্যোতি মহান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইয়েসম্যান হিসাবেই বরাবর পরিচিত ছিলেন। কিন্তু জুবিন গর্গের মৃত্যুর ঘটনার পরেই পরিস্থিতি আমূল বদলে যায়। নাম জড়ায় ভাস্করের ছোট ভাই শ্যামকানু মহান্তের। গ্রেফতারও হন তিনি। এর পরেই তথ্য জানার অধিকার আইনে তথ্য কমিশনের কার্যালয়ে ভুরিভুরি আবেদন জমা পড়তে থাকে। তাতে আরটিআই কর্মীরা জানতে চান, ছোট ভাইকে বাঁচাতে মুখ্য তথ্য কমিশনার কতটা সাহায্য করছেন? তদন্তে কি সরকারি হস্তক্ষেপ চলছে? এতে বিড়ম্বনায় পড়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নেন মুখ্য তথ্য কমিশনার।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি গায়কের মৃত্যুর ঘটনা যে স্বাভাবিক নয় তা প্রমাণে বিশেষ তদন্তকারী দল গঠনও করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

তবে হিমন্তের এই অতি সক্রিয়তা পছন্দ করেননি প্রয়াত গায়কের  স্ত্রী গরিমা শইকিয়া। তিনি সমস্ত এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন। সেই সঙ্গে জুবিনের মৃত্যু নিয়ে কোনও নোংরা রাজনীতি না করারও কাতর অনুরোধও জানিয়েছিলেন গরিমা। যদিও গায়ক পত্নীর সেই আর্জিতে সাড়া দেননি অসমের মুখ্যমন্ত্রী।তদন্তে নেমে জুবিনের সহশিল্পী তথা বাদ্যযন্ত্র শিল্পী শেখরজ্যোতি গোস্বামী, সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহান্ত, নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্তকে গ্রেফতার করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেএনইউ ছাত্র সংসদ রইল বামেদের কব্জায়, ধরাশায়ী সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থীরা

বিহারের এই শহরের বেহাল অবস্থা, সেতু না থাকায় নৌকা করে ভোট দিতে আসেন স্থানীয়রা

বিহারে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ প্রথম দফার নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

নিকাশি নালা থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে!

বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট শুরু, ইভিএম বন্দি হচ্ছে তেজস্বী-তেজপ্রতাপের ভাগ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ