এই মুহূর্তে




খেলা চলছিল, আচমকাই ছন্দপতন! ছক্কা মেরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাটসম্যান




নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক! ছক্কা মারার পরেই মাটিতে লুটিয়ে পড়লেন ব্যাটসম্যান। মুহূর্তেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্যাটসম্যান। রবিবার (২৯ জুন) সকালে পঞ্জাবের ফিরোজপুরে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটেছে। বর্তমানে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে, যুবকটি ব্যাট করছে। এরপর তার কাছে একটি বল গড়াতেই তুলে ছক্কা মারলেন তিনি। কিন্তু এর পরেই বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহ-খেলোয়াড়রা কিছু বুঝতে পারার আগেই যুবকটি মাটিতে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা তাঁর কাছে ছুটে যান, তাঁকে সিপিআর দেয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মুহূর্তেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাতে আনন্দের পরিবেশ বিষাদে পরিণত হয়। অন্যান্য খেলোয়াড়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। তথ্য অনুযায়ী, রবিবার সকালে ক্রিকেট খেলার সময় ছক্কা মারার পর খেলোয়াড় হরজিৎ সিংহ হৃদরোগে আক্রান্ত হন। যার ফলে তিনি মারা যান। হরজিৎ সিংহ ভালো ব্যাটিং করছিলেন। ঘটনাটি ঘটেছিল ডিএভি স্কুলের মাঠে। এই ঘটনার ভিডিও অন্যান্য খেলোয়াড়রা ক্যামেরায় ধারণ করেছেন। এই পুরো ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে, হরজিৎ একটি সাদা এবং কালো টি-শার্ট পরে আছেন। ব্যাট করার সময় তিনি একটি লম্বা ছক্কা মেরেই মাটিতে বসে পড়েন। এরপর বুকে ব্যথা অনুভব করার কারণে তিনি শুয়ে পড়েন।

এরপর তাঁকে তাঁর সহকর্মীরা সিপিআর দেন। কিন্তু মুহূর্তেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইদানিং হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটছে। আর এই তালিকায় বেশিরভাগই অল্পবয়সীদের সংখ্যা বেশী। যেমন, গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালি জারিওয়ালা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তিনিই মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। এর আগে দাদার বিয়েতে গিয়ে নাচতে নাচতে হৃদরোগে আক্রন্ত হয়ে মারা গিয়েছিলেন এক ২৪ বছর বয়সী তরুণী। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এর আগে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে দিতে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন এক ছাত্রী। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। সুতরাং বর্তমান যুবসমাজ বেশি হৃদরোগের কবলে পড়ছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ