এই মুহূর্তে




মহারাষ্ট্রে ‘মহাজয়’ মহায়ুতির, খড়কুটোর মতো উবে গেল মহা বিকাশ আগাড়ি




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটের ছয় মাসের মধ্যেই মরাঠা ভূমের বাসিন্দাদের মনোভাব গেল বদলে। দিল্লির ক্ষমতা দখলের লড়াইয়ে দু’হাত ভরে ভোট দিয়েছিলেন মহা বিকাশ আগাড়ি জোটকে। অথচ বিধানসভা ভোটে উদ্ধব ঠাকরে-শরদ পওয়ার-রাহুল গান্ধিদের থেকে মুখ ফিরিয়ে দু’হাত ভরে ভোট দিলেন শাসক জোটকে। ‌আর তার ফলেই দেশের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী রাজ্যে মহাজয় পেল মহায়ুতি জোট। রাজ্যের ২৮৮টি আসনের মধ্যে ২৩৩টি গেল এনডিএ জোটের ঝুলিতে। মাত্র ৪৯টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল মহা বিকাশ ‌আগাড়ি জোটকে। যদিও লজ্জাজনক হারের পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ‘ইভিএম’কে খলনায়ক হিসাবে দাঁড় করিয়ে ব্যর্থতার দায়ভার এড়ানোর মরিয়া প্রচেষ্টা চালালেন উদ্ধব ঠাকরেরা।

মহারাষ্ট্রে লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে বিজেপি নেতারা কোমর কষে নেমেছিলেন জমি পুনরুদ্ধারে। উল্টোদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন মহা বিকাশ আগাড়ি জোটের নেতারা। তবুও রাজনৈতিক পণ্ডিতরা আশা করেছিলেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই জোটের মধ্যে। গত ২০ নভেম্বর রাজ্যে এক দফায় ভোট শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ ভোট পণ্ডিতরা মহায়ুতি জোটকে কুর্সি দখলের লড়াইয়ে এগিয়ে রেখেছিলেন বটে, কিন্তু মরাঠা ভূমে যে এমনভাবে গেরুয়া ঝড় কিংবা মহায়ুতি সুনামি বইবে তা আঁচ করতে পারেননি তাঁরা।

শনিবার বৈদ্যুতিন ভোট যন্ত্র খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় মহা বিকাশ আগাড়ি জোটের প্রার্থীদের তুলনায় এগিয়ে মহায়ুতির প্রার্থীরা। খোদ বাণিজ্যিক রাজধানী মুম্বই তো বটেই ‌এমনকি বিদর্ভ-সহ বিভিন্ন এলাকায় এগিয়ে বিজেপি-এনসিপি ও শিবসেনা প্রার্থীরা। সময় যত এগিয়েছে ততই এগিয়েছেন মহায়ুতির প্রার্থীরা। আর লড়াইয়ের ময়দান থেকে ছিটকে পড়েছেন মহা বিকাশ আগাড়ির প্রার্থীরা। উদ্ধব ঠাকরে কিংবা শরদ পওয়ারের ম্যাজিক কাজে আসেনি।

শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন মহায়ুতি জোট ২৩৩ আসনে জিতেছে। তার মধ্যে বিজেপি একাই জিতেছে ১৩৩ আসনে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা জয়ী হয়েছে ৫৭ ও অজিত পওয়ারের এনসিপি জয়ী হয়েছে ৪১ আসনে। ‌উল্টোদিকে মহা বিকাশ আগাড়ির ঝুলিতে গিয়েছে ৪৯ আসন। তার মধ্যে উদ্ধব সেনা পেয়েছে ২০টি আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৫ এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির দখলে ১০টি ‌আসন। সমাজবাদী পার্টি জিতেছে ২টি আসনে। সিপিআইএম পেয়েছে একটি আসন। সবচেয়ে লজ্জার হল, মহারাষ্ট্র বিধানসভায় এই প্রথম কোনও বিরোধী দলনেতা থাকছেন  না। কেননা, বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য ন্যূনতম যত আসন পাওয়ার কথা, কোনও দলই তা পায়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তামিল নাকি তেলগু? বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ নিয়ে লড়াই শুরু স্ট্যালিন-চন্দ্রবাবুর

সাতসকালেই শেয়ারবাজারে হাহাকার, এক ধাক্কায় ১,১০০ সূচক নামল সেনসেক্স

ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

ক্যান্সার হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, কামড়ে দিল ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর বুড়ো আঙুলে

‘বোমা মেরে উড়িয়ে দেব’, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছে হুমকি ইমেল

সাতসকালেই দিল্লির ৬ স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর