এই মুহূর্তে




‘ছাভা’ দেখেই গুপ্তধনের খোঁজে মেটাল ডিটেক্টর-সহ যন্ত্রপাতি নিয়ে হানা গ্রামবাসীদের, তার পর কী ঘটল?




নিজস্ব প্রতিনিধি: ভিকি কৌশলের ‘ছাভা’ এখনও বক্সঅফিসে রাজত্ব করছে। মুক্তির পর থেকেই ছবি দেখার জন্যে বক্স অফিসে ভিড় উপচে পড়ছে। ২০২৫ সালের এখনও পর্যন্ত সর্বাধিক আয়কারী ছবি হয়ে উঠেছে ছাভা। ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে সম্ভাজির জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘ছাভা’। এখনও পর্যন্ত ৫০০ কোটি আয় করে ফেলেছে এই ছবি। তবে এবার ‘ছাভা’ থেকে অনুপ্রাণিত হয়ে একটি অদ্ভূত ঘটনা সামনে এসেছে। শুক্রবার (৭ মার্চ) রাত থেকে সোনার সন্ধানে মধ্যপ্রদেশের বুরহানপুরের আসিরগড় দুর্গে শত শত গ্রামবাসী জড়ো হয়েছেন। টর্চ লাইট, চালনি, এমনকী মেটাল ডিটেক্টর নিয়ে সোনার সন্ধানে গ্রামবাসীদের মাটি খুঁড়তে দেখা গিয়েছে।

কারণ ‘ছাভা’ সিনেমার একটি দৃশ্যে বুরহানপুরকে সোনার খনি হিসেবে দাবি করা হয়েছে। মুঘলরা এখানে সোনা পুঁতে রেখেছে, এমনটাই বিশ্বাস করে গ্রামবাসীরা খননকার্য শুরু করেছেন। এই অদ্ভুত দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে গ্রামবাসীদের একটি দল সোনা ও রূপার সন্ধানে আসিরগড় দুর্গের কাছে মাটি খুঁড়ছে। তাঁদের বিশ্বাস, মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারাঠাদের কাছ থেকে লুট করে সেখানে লুকিয়ে ছিলেন। ক্লিপগুলিতে শুক্রবার গভীর রাতে বুরহানপুরের আসিরগড় দুর্গে শত শত গ্রামবাসী পুরুষ, মহিলা, যুবক, মধ্যবয়সী মানুষ, বয়স্কদের জড়ো হতে দেখা গিয়েছে। তারা সরঞ্জাম, মেটাল ডিটেক্টর এবং টর্চলাইট হাতে পূর্ণ প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং লুকানো সোনা এবং রূপা খুঁজে বের করার আশায় মরিয়া হয়ে মাটি খনন করছেন।

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে এই অঞ্চলে দরগার কাছে একটি জাতীয় মহাসড়ক নির্মাণের কাজে নিয়োজিত জেসিবি মেশিন মাটি খুঁড়ে বের করার পরেই গুজব ছড়িয়েছিল যে, এখান থেকে কিছু ধাতব মুদ্রা খুঁজে পেয়েছেন গ্রামের স্থানীয় বাসিন্দা হারুন শেখ। এরপর থেকেই গ্রামের লোকজন সোনা পাওয়া আশায় মরিয়াভাবে দূর্গ খনন করছে। তাদেরকে আরও উসকে দেয় ছাভা ছবির ওই দৃশ্য। স্থানীয়রা দাবি করছেন, সত্যিই এখানে সোনা রয়েছে। তবে প্রশাসন এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। স্থানীয়রা দাবি করেছেন, ইচ্ছে করেই প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। ঐতিহাসিকরা বলেছেন যে, বুরহানপুর একসময় একটি সমৃদ্ধ মুঘল শহর ছিল। সোনা ও রূপার মুদ্রা উৎপাদনের জন্য একটি সমৃদ্ধ টাকশাল ছিল। সংঘাতের সময় লোকেরা প্রায়শই তাদের সম্পদ মাটির নিচে পুঁতে রাখত যাতে তারা নিরাপদে সংরক্ষণ করতে পারে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ধরনের আবিষ্কারের সম্ভাবনা প্রশংসনীয়, তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে অনিয়ন্ত্রিত খননের ফলে মূল্যবান ঐতিহ্য নষ্ট হতে পারে।

অন্যদিকে ভিকি কৌশল অভিনীত ছাভা সিনেমায় দেখানো হয়েছে যে, মুঘলরা মারাঠা সাম্রাজ্য থেকে সোনা এবং অন্যান্য ধনসম্পদ লুট করে আসিরগড় দুর্গের নীচে লুকিয়ে রেখেছে। এরপরেই গ্রামবাসীরা মারাঠাদের সম্পদ অনুসন্ধানের জন্য অভিযান চালায়।তথ্য অনুযায়ী, আসিরগড় দুর্গে কমপক্ষে ১০০টি গর্ত খনন করা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বাহিনী দেখে গ্রামবাসীরা তাদের সরঞ্জাম ফেলে তাদের বাড়িতে ছুটে পালায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বস্তি কুণাল কামরার, ৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল মাদ্রাজ হাইকোর্ট

দ্বিতীয়বার মা হতে চলেছেন ‘কুমকুম ভাগ্য’-খ্যাত বাঙালি অভিনেত্রী

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

এবার ৪,২০০ কোটি আর্থিক কেলেঙ্কারির তদন্তে অমর পট্টনায়েক, প্রকাশ্যে ‘Raid 2’-এর টিজার

এ কি হাল! স্কুলের মধ্যেই চুলোচুলি! শিক্ষিকা ও কর্মীর লড়াইয়ে যোগ দিল ছাত্রও

সুশান্তের পর দিশা সালিয়ানের মৃত্যু মামলা বন্ধ করল সিবিআই

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর